Sukanya Mondal News: জেলে বাবা, আরও চাপে সুকন্যা, দুর্নীতির উৎস সন্ধানে সিবিআই
Sukanya Mondal: জেলে কেষ্ট, আবারও নজরে সুকন্যাও। এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড নামক সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল ও বিদ্যুৎবরণ গায়েন।
বীরভূম: ফের সিবিআই স্ক্যানারে কেষ্ট কন্যা। ইতিমধ্যেই মণ্ডল পরিবারের চলতি আর্থিক বছরের আয়কর নথি দেখে চোখ কপালে উঠছে সিবিআই আধিকারিকদের। অনুব্রত মণ্ডল তো বটেই, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তিও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কেষ্ট কন্যার অ্যাগ্রোকেমিক্যাল সংস্থার বিপুল সম্পত্তি বৃদ্ধি কীভাবে, তথ্য জানতে সুকন্যাকে তলব তদন্তকারী সংস্থার। রাতারাতি কীভাবে এত শ্রীবৃদ্ধি, জানতে সংস্থার ডিরেক্টর বিদ্যুৎবরণ গায়েনকেও তলব করেছে সিবিআই। অন্যদিকে শিবশম্ভু চালকলের মালিককেও জেরা করতে চেয়ে নোটিস পাঠিয়েছে তদন্তকারী সংস্থা।
জেলে কেষ্ট, আবারও নজরে সুকন্যাও। এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড নামক সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল ও বিদ্যুৎবরণ গায়েন। আগামী সোমবারের মধ্যে সংস্থার সকল নথি জমা করার নির্দেশ দিয়েছে সিবিআই। পাশাপাশি সুকন্যার রাইসমিলেও নোটিস পাঠিয়েছেন গোয়েন্দারা। পরপর নথি চাইছে সিবিআই, কোন কোন উত্তর খুঁজছেন তদন্তকারীরা?
চালকল কেনার টাকা কোথা থেকে এল? বিঘা বিঘা জমি কেনার অর্থের উৎস কী? কেষ্ট-ঘনিষ্ঠ সঞ্জীব মজুমদারকে ইতিপূর্বে তলব করেছিল সিবিআই, আজ ফের তলব করা হয়েছে তাঁকে। অন্যদিকে অনুব্রত মণ্ডলের দিদির রাইসমিলেও তথ্য অনুসন্ধানে যান সিবিআই গোয়েন্দারা। এনামুল, সায়গল মারফত আসা কালো অর্থই কী সাদা হত রাইসমিলের মাধ্যমে? উত্তর খুঁজতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। নানুরের সাব রেজিস্ট্রি অফিসারকেও তলব করেছেন গোয়েন্দারা। জমিজমার তথ্য ঢুঁড়েই দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছে সিবিআই?