Manik Bhattacharya News: মানসিকভাবে বিধ্বস্ত, ইডি হেফাজতের প্রথম রাতে ঘুম নেই মানিকের চোখে
TET Scam: শিক্ষা দুর্নীতি মামলার 'কিংপিন' এখন গোয়েন্দাদের জালে। ক্লান্তি থাকলেও ঘুম হয়নি।
কলকাতা: হাজার চেষ্টাতেও এড়াতে পারলেন না গ্রেফতারি, অবশেষে ইডি হেফাজতেই যেতে হল মানিক ভট্টাচার্যকে। প্রথম রাত নাকি না ঘুমিয়েই কাটিয়েছেন মানিক। সূত্রের খবর, জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা থেকে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা – সব মিলিয়ে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন মানিক।
শিক্ষা দুর্নীতি মামলার ‘কিংপিন’ এখন গোয়েন্দাদের জালে। ক্লান্তি থাকলেও ঘুম হয়নি। রাতে সামান্য খাবার খেয়েছেন মানিক, খবর ইডি সূত্রে। সকালে উঠেই আবার জেরার মুখোমুখি হতে হবে, এই কথা ভেবেই কি রাতের ঘুম উড়েছে মানিকের?
৫৮,০০০ শিক্ষকের নিয়োগের পুরোটাই কি দুর্নীতিতে ভরা? সাদা খাতায় কীভাবে চাকরি? একের পর এক প্রশ্নবাণে জর্জরিত হতে হবে মানিককে – আর এইসকল চিন্তাতেই কি ঘুম উড়ল মানিকের? প্রশ্ন কিন্তু থাকছেই।