Arambag Doctors News: রক্তের জন্য রাস্তায় চিকিৎসকরা!
রক্তের চাহিদা মেটাতে প্রচন্ড গরমকে উপেক্ষা করে পদযাত্রা করে রক্ত দেওয়ার আহবান জানালেন আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়া থেকে শুরু করে চিকিৎসকেরা। মেডিকেল কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও স্বাস্থদপ্তরের আধিকারিকরাও আরামবাগ শহরে পা মেলালেন মেডিকেল পড়ুয়াদের সাথে।
রক্তের চাহিদা মেটাতে প্রচন্ড গরমকে উপেক্ষা করে পদযাত্রা করে রক্ত দেওয়ার আহবান জানালেন আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়া থেকে শুরু করে চিকিৎসকেরা। মেডিকেল কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও স্বাস্থদপ্তরের আধিকারিকরাও আরামবাগ শহরে পা মেলালেন মেডিকেল পড়ুয়াদের সাথে। প্রচন্ড গরমে রক্তের চাহিদা মেটাতে শুধু আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়ারাই নয়, অন্য কলেজের পড়ুয়াদেরও আহবান করা হয় যাতে তারা মাননিক হয়ে মানুষের পাশে থাকতে রক্ত দেন। মেডিকেল কলেজের পড়ুয়া, অধ্যাপক,কলেজের কর্মী সহ অন্যান্যরাও । বিশ্ব রক্ত দান দিবস উপলক্ষে রক্তদানের মধ্যে দিয়েই অনেক রক্তই হাসপাতালে ঢুকবে যা মানুষের কাজে লাগবে। রক্ত দানের মাধ্যমেই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত আসে। রক্ত চাষ করা যায় না,রক্ত কারখানায় তৈরি করা যায় না। এক মাত্র মানুষই মানুষের জন্য রক্ত দান করতে পারেন।তাই এদিন মেডিকেলের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা প্রায় পঞ্চাশ জনের মত রক্ত দিয়েছেন পদযাত্রার পর অন্যান্য মানুষদের উৎসাহিত করতে। পাশাপাশি বাইরে থেকেও অনেকেই এসে রক্ত দান করে গেছেন।