Arambagh News: পুকুরে ভাসছে আস্ত গাড়ি!
পুকুরের জলে ভাসছে চারচাকা গাড়ি। আর মাঝ খানে একটা আস্ত গাড়ি ভাসতে দেখে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। আর কোথা থেকে এল এই গাড়ি,কে বা কারা এই গাড়ি নিয়ে এসেছে বা কিভাবে এই গাড়ি পুকুরের মাঝে চলে গেল, এই নিয়ে এলাকায় শুরু হয়েছে গুঞ্জন।
পুকুরের জলে ভাসছে চারচাকা গাড়ি। আর মাঝখানে একটা আস্ত গাড়ি ভাসতে দেখে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। আর কোথা থেকে এল এই গাড়ি,কে বা কারা এই গাড়ি নিয়ে এসেছে বা কিভাবে এই গাড়ি পুকুরের মাঝে চলে গেল, এই নিয়ে এলাকায় শুরু হয়েছে গুঞ্জন।আর এই গাড়িকে নিয়েই রহস্যের দানা বেঁধেছে। কারণ গত কাল অর্থাৎ সোমবার রাতে এই গাড়িটিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন অনেকেই।গাড়িটি দেখতে এলাকায় ব্যাপক ভিড় জমিয়েছেন উৎসাহিত মানুষ জন। ঘটনা গোঘাটের কামারপুকুর অঞ্চলের শ্রীপুর এলাকার।স্থানীয় মানুষ জন গোঘাট থানায় খবর দেন। আসে পুলিশও। গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।তবে এই রহস্যের উদঘাটন করতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।