Arambagh Swasthya Sathi News: স্বাস্থ্যসাথীতে ভর্তি, মৃত্যুর পর কার্ড নিতে নারাজ!
স্বাস্থ্যস্বাথী কার্ডে রোগী ভর্তি করানো হলেও চাওয়া হচ্ছে চিকিৎসার খরচের টাকা। এই অভিযোগে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাল রোগীর আত্মীয়রা।
স্বাস্থ্যস্বাথী কার্ডে রোগী ভর্তি করানো হলেও চাওয়া হচ্ছে চিকিৎসার খরচের টাকা। এই অভিযোগে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাল রোগীর আত্মীয়রা। যদিও বিক্ষোভের জেরে পরিস্থিতি বেগতিক বুঝে অবশেষে চিকিৎসার বিল নেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে আরামবাগ শহরে। রোগীর আত্মীয়দের অভিযোগ,গত সোমবার কামারহাটির জসাপুর এলাকার বাসিন্দা সেখ মুক্তার হাজরা হার্টের সমস্যা নিয়ে আরামবাগের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্যস্বাথী কার্ডের সুবিধায় তার চিকিৎসার খরচ মেটানো হবে এই প্রতিশ্রুতি মিলেছিল নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে বলে দাবী। কিন্তু মঙ্গলবার সকালে নার্সিংহোমেই মৃত্যু হয় মুক্তার হাজরার। মৃতের পরিবার মৃতদেহ আনতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যস্বাথী কার্ডের বিষয়টি অস্বীকার করে মৃতের পরিবারের থেকে চিকিৎসার খরচ বাবদ লক্ষাধিক টাকা দাবী করে বলে অভিযোগ। টাকা না দিলে মৃতদেহ মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হবেনা বলেও জানিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ বলে দাবী মৃতের পরিবারের। ঘটনাকে কেন্দ্রকরে এদিন ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের পালটা দাবী,স্বাস্থ্যস্বাথী কার্ডে চিকিৎসা করাতে আসা রোগীর চিকিৎসার খরচ নির্ধারন করে যতটা স্বাস্থ্যস্বাথী কার্ডের ছাড় পাওয়া গেছে তা বাদ দিয়ে বাকিটাকা চাওয়া হয়েছিল। রাজ্যজুড়ে স্বাস্থ্যস্বাথী কার্ডে চিকিৎসা না পাওয়া নিয়ে ইতিমধ্যেই অভিযোগের পাহাড় জমা পড়েছে। রাজ্যসরকার স্বাস্থ্যস্বাথী কে দ্রারিদ্রসীমার নীচে থাকা মানুষের চিকিৎসার প্রধান অবলম্বন হিসাবে দেখাতে চাইলেও রাজ্যের প্রান্তিক এলাকার গরীব মানুষের কাছে এর পরিষেবা পেতে গেলে কি ধরনের সমস্যার সম্মুখিন হতে হচ্ছে এদিন আরামবাগের ওই বেসরকারি নার্সিংহোমের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। তাহলে কি তড়িঘড়ি নার্সিংহোমের সব বিল মুকুব করে স্বাস্থ্যস্বাথী কার্ড নিয়ে ওঠা একাধিক অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করল নার্সিংহোম কর্তৃপক্ষ? নাকি পুরোটাই জনসেবা? উঠছে প্রশ্ন।