Artificial Intelligence: এআইয়ের আক্রমণে লুপ্ত হবে জীবকুল?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 09, 2023 | 4:41 PM

আমাদের জীবনে ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জাঁকিয়ে বসছে। চিকিৎসা বিজ্ঞান, চিত্রকলা, ডিজাইন থেকে প্রযুক্তি সবেতেই এআইয়ের রমরমা। কিন্তু সম্প্রতি এক আমেরিকান অধ্যাপক দিয়েছেন এক মারাত্মক হুঁশিয়ারি। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিলুপ্ত হতে পারে পৃথিবী।

আমাদের জীবনে ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জাঁকিয়ে বসছে। চিকিৎসা বিজ্ঞান, চিত্রকলা, ডিজাইন থেকে প্রযুক্তি সবেতেই এআইয়ের রমরমা। কিন্তু সম্প্রতি এক আমেরিকান অধ্যাপক দিয়েছেন এক মারাত্মক হুঁশিয়ারি। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিলুপ্ত হতে পারে পৃথিবী। শেষ হয়ে যেতে পারে সব জীবজন্তু। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন ওই অধ্যাপক ড্যান হেনড্রিকস। সেন্টার ফর এআই সেফটির ডিরেক্টর ড্যান বলছেন খারাপ হাতে পড়লে মারাত্মক হতে পারে এআই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভাইরাস বানিয়ে খতম করতে পারে পৃথিবীর তামাম জীবজন্তু। এখনও পর্যন্ত ভুল আর ঠিকের তফাত করতে পারে না এ আই। তাই তাদের ভুল পথে চালিত করলে ফল হবে সাংঘাতিক। একই সুর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইকেল উলড্রিজের গলায়। কম্পিউটার সায়েন্সের অধ্যাপকের মতে এআই পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিহ্ন করতে পারে পৃথিবী। পরমাণু প্রযুক্তি রোবটরা অনায়াসে ব্যবহার করতে পারে। মারাত্মক ভাইরাস তৈরির এআই টুলও অর্ডার করতে পারে তারা। তবে এক্ষেত্রে কোনও দুষ্ট মস্তিষ্ক কলকাঠি নাড়লে তবেই তা সম্ভব। এই কারণে গ্রেট ব্রিটেনে সরকার এআই প্রসঙ্গে কড়া আইন আনতে চলেছে। আরও অনেক দেশেও তৈরি হচ্ছে এআইয়ের সরকারি গাইডলাইন।