Artificial Intelligence Cures Diseases: ব্যর্থ ১৭ চিকিৎসক রোগ সারাল এআই
মার্কিন শিশু অ্যালেক্স অসুস্থ হয়ে পড়ে। অ্যালেক্সের মা কোর্টনির জেদে অ্যালেক্সের চিকিৎসা করল এআই। অ্যালেক্স ঠিকঠাক বসতে পারছিল না। সারাক্ষণ দাঁতে দাঁত দিয়ে চেবাতে থাকে। যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তার ডান ও বাঁদিকের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল। ১৭ জন চিকিৎসকও সারাতে পারেনি এই অসুস্থতা।
মার্কিন শিশু অ্যালেক্স অসুস্থ হয়ে পড়ে। অ্যালেক্সের মা কোর্টনির জেদে অ্যালেক্সের চিকিৎসা করল এআই। অ্যালেক্স ঠিকঠাক বসতে পারছিল না। সারাক্ষণ দাঁতে দাঁত দিয়ে চেবাতে থাকে। যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তার ডান ও বাঁদিকের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল। ১৭ জন চিকিৎসকও সারাতে পারেনি এই অসুস্থতা। এরপরে কোর্টনি চ্যাট জিপিটিতে তার সন্তানের অসুস্থতা ও এমআরআই রিপোর্ট শেয়ার করেন।
চ্যাট জিপিটি জানায় অ্যালেক্সের রোগটি টেথারড কর্ড নামের স্নায়বিক রোগ। চ্যাট জিপিটির পরামর্শ মতো চিকিৎসা করেন নিউরো সার্জন। এখন সুস্থতার পথে অ্যালেক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এর আগেও এআই সার্জারিতে বেঁচেছেন একজন। তাঁর মেরুদণ্ড ভেঙ্গে যায়। অস্ত্রপচারের ক্ষেত্রে এআই সার্জারি বাঁচিয়ে তোলে রোগীকে। আর এবার ১৭জন চিকিৎসকের কাছেও রোগ নির্ণয় না হওয়ায় সেই খামতি পূরণ করল এআই।