World Tour: ৩ বছরে বিশ্ব ভ্রমণ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 4:58 PM

বিশ্ব ভ্রমণ করতে কতদিন সময় লাগে জানেন? বিশ্ব ভ্রমণ মানে ৭টি মহাদেশের ৩৮২টি বন্দর ছুঁয়ে ১৪৮টি দেশ। ৩ বছর লাগবে এই ভয়েজ করতে। লাইফ অ্যাট সি ক্রুজের এমভি লারা দিচ্ছে এই বিশ্ব ভ্রমণের সুযোগ।

বিশ্ব ভ্রমণ করতে কতদিন সময় লাগে জানেন? বিশ্ব ভ্রমণ মানে ৭টি মহাদেশের ৩৮২টি বন্দর ছুঁয়ে ১৪৮টি দেশ। ৩ বছর লাগবে এই ভয়েজ করতে। লাইফ অ্যাট সি ক্রুজের এমভি লারা দিচ্ছে এই বিশ্ব ভ্রমণের সুযোগ। সময় লাগবে ১,০০১ দিন। ১৩০,০০০ মাইল পথ পাড়ি দেবে এই ক্রুজ। এই পথে পড়বে গিজার পিরামিড, জর্ডানের পেট্রা,রোমের কালোসিয়াম,ইকুয়েড্রের গ্যালাপোগোস দ্বীপপুঞ্জ।

পড়বে চিনের প্রাচীর, পেরুর মাচু পিচু, ভারতের তাজমহল,উত্তর আমেরিকার গ্লেসিয়ার বে, ফ্রান্সের মন্ট সেন্ট মিশেল, ভিক্টোরিয়া দ্বীপ, ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক, আয়ারল্যান্ডের জায়ান্টস কজওয়ে, উইন্ডসর ক্যাসেল, হা লং বে, ওয়াট অরুণ মন্দির ও পিঙ্ক বিচ। এই ক্রুজ শিপে আছে অডিটোরিয়াম,জিম, সুইমিং পুল ও স্পা। আছে ক্যাফে, রেস্তোরাঁ, মুভি থিয়েটর ও হাসপাতাল। ৩ বছরের এই সফরের খরচ ৪৩,৮৬০ ডলার। ৩৬,২৮,৫১৫ টাকায় যাবেন নাকি বিশ্ব ভ্রমণে?