Asansol News: সোনার ছেলে! জার্মানিতে জুনিয়র ওয়ার্ল্ড কাপে শুটিংয়ে সোনা জিতে ফিরল আসানসোলের অভিনব

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 09, 2023 | 7:57 PM

জার্মানিতে হওয়া আইএসএসএফ জুনিয়ার ওয়ার্ল্ড কাপে মিক্সড ডাবলসে সোনা ও সিঙ্গল ইভেন্টে রূপো জিতে ফিরল আসানসোলের অভিনব সাউ। বৃহস্পতিবার বিকেলে আসানসোল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি বিরেন্দ্র ঢল। আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় সহ অন্যরা।

আসানসোলের অভিনব সাউ জার্মানি থেকে জুনিয়র অলিম্পিকে রাইফেল শুটিংয়ে সোনা জয় করে বাড়ি ফিরল। বাবা স্বপ্ন দেখেছিলেন ছেলে হবে বিশ্ব বিখ্যাত শুটার। আর তাই অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রার নামেই নিজের ছেলের নামকরণ করেছিলেন। আর সেই নামকরণ সার্থক করছে আসানসোলের অভিনব সাউ। মাত্র ১৬ বছর বয়সেই জার্মানিতে হওয়া আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে মিক্সড ডাবলস ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতে চমকে দিয়েছে অভিনব। তার সঙ্গে জুটি বেঁধেছিল মধ্যপ্রদেশের গৌতমী ভাট। অন্যদিকে ১০ মিটার সিঙ্গলসেও রুপো জয় করেছে অভিনব সাউ। অভিনবের বাবা রূপেশ সাউ একজন গৃহশিক্ষক। নিজেরই স্বপ্ন ছিল বড় শুটার হবেন। কিন্তু এত ব্যয়বহুল ক্রীড়া মধ্যবিত্ত পরিবারের অস্বচ্ছলতার কারনে সার্থক হতে পারেনি।

২০০৮ সালে অলিম্পিকে শুটিংয়ে বিশ্বজয় ভারতের। শুটার অভিনব বিন্দ্রা সোনা জয় করেন। ওই বছরেই আসানসোলের রূপেশ সাউয়ের সন্তান জন্ম নেয়। ছেলেকে শুটার করবেন এমন ভাবনাতেই রূপেশ বাবু নিজের ছেলের নাম রাখেন অভিনব। একটু বড় হতেই ছেলে অভিনবকে আসানসোল রাইফেল ক্লাবে ভর্তি করেন রূপেশ বাবু। শুরু থেকেই আঞ্চলিক স্তরে অভিনব চমক দেয়। জাতীয় স্তরেও অভিনব পদক জয় করে। গত বছরেও জুনিয়র বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জার্মানিতে রূপো জিতেছিল অভিনব। ওই ইভেন্টে অভিনব ছিল সবচেয়ে ক্ষুদে শুটার। বর্তমানে ১৬ বছর বয়স অভিনবের। আসানসোলের একটি ইংরাজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। অভিনব বিন্দ্রার নেমসেক হয়ে যেন এভাবেই অলিম্পিকে সোনা জয় করতে চায় অভিনব। জার্মানীতে আইএসএফএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে পদক জিতে বৃহস্পতিবার আসানসোলে ফিরলো অভিনব সাউ। তাকে স্বাগত জানাতে তৈরি আসানসোল। কিন্তু সাফল্যের মাঝেও দুশ্চিন্তাও দানা বাঁধে অভিনবের বাবা রূপেশ সাউয়ের। সামান্য গৃহশিক্ষকের পক্ষে এই ব্যয়বহুল ক্রীড়ার খরচ কিভাবে চালাবেন আগামী দিনে। তাই সফল এই খেলোয়াড়ের পাশে সরকারি সহায়তা মিললে অভিনবের চলার পথ মসৃন হয় বলেই আর্জি রূপেশ বাবুর।