Rinku Singh in Maldives: মালদ্বীপে রিঙ্কুর সঙ্গী কে?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 09, 2023 | 7:01 PM

আইপিএলে কলকাতার ঝোড়ো ব্যাটসম্যান রিঙ্কু সিং । আলিগড়ের এই ক্রিকেটার আইপিএলের পর এখন বিদেশে। মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন রিঙ্কু সিং। সেখানে ভ্যাকেশানে টপলেস কিছু ছবি পোস্ট করেন রিঙ্কু। কেকেআরের ব্যাটারের পোস্ট করা ছবিতে হাজারো কমেন্ট।

আইপিএলে কলকাতার ঝোড়ো ব্যাটসম্যান রিঙ্কু সিং । আলিগড়ের এই ক্রিকেটার আইপিএলের পর এখন বিদেশে। মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন রিঙ্কু সিং। সেখানে ভ্যাকেশানে টপলেস কিছু ছবি পোস্ট করেন রিঙ্কু। কেকেআরের ব্যাটারের পোস্ট করা ছবিতে হাজারো কমেন্ট। সিক্স প্যাকের বাহারে নীল জলে রিঙ্কু। সেই ছবিতে কমেন্ট করছে তাঁর ভক্তরা । তারই মধ্যে একটি ছোট্ট কমেন্ট ‘ও হিরো’। আর সেই কমেন্ট ঘিরেই জল্পনা। রিঙ্কু কি দ্বীপে একা নাকি রয়েছে কোনও ভ্রমণ সঙ্গিনী? সিক্সার কিং এর কোনও বান্ধবীর খোঁজ অবশ্য পাওয়া যায়নি। তবে খোঁজ পাওয়া গেছে সেই কমেন্ট করেছেন যিনি তাঁর। তিনি শুভমন গিলের বোন শাহনীল গিল। রিঙ্কু আর শুভমন আইপিএলে কয়েক বছর কেকেআরে ছিলেন। তবে কি দাদার সুবাদেই বোনের সঙ্গে আলাপ রিঙ্কুর? এরকম বেশ কিছু ‘লাভ অ্যাঙ্গেল’ খুঁজছেন অনেকে। অনেকে আবার বলছেন যদি কেউ নাই থাকেন ছবি গুলো তুলল কে?আইপিএলে কলকাতার ঝোড়ো ব্যাটসম্যান রিঙ্কু সিং । আলিগড়ের এই ক্রিকেটার আইপিএলের পর এখন বিদেশে। মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন রিঙ্কু সিং। সেখানে ভ্যাকেশানে টপলেস কিছু ছবি পোস্ট করেন রিঙ্কু। কেকেআরের ব্যাটারের পোস্ট করা ছবিতে হাজারো কমেন্ট। সিক্স প্যাকের বাহারে নীল জলে রিঙ্কু। সেই ছবিতে কমেন্ট করছে তাঁর ভক্তরা । তারই মধ্যে একটি ছোট্ট কমেন্ট ‘ও হিরো’। আর সেই কমেন্ট ঘিরেই জল্পনা। রিঙ্কু কি দ্বীপে একা নাকি রয়েছে কোনও ভ্রমণ সঙ্গিনী? সিক্সার কিং এর কোনও বান্ধবীর খোঁজ অবশ্য পাওয়া যায়নি। তবে খোঁজ পাওয়া গেছে সেই কমেন্ট করেছেন যিনি তাঁর। তিনি শুভমন গিলের বোন শাহনীল গিল। রিঙ্কু আর শুভমন আইপিএলে কয়েক বছর কেকেআরে ছিলেন। তবে কি দাদার সুবাদেই বোনের সঙ্গে আলাপ রিঙ্কুর? এরকম বেশ কিছু ‘লাভ অ্যাঙ্গেল’ খুঁজছেন অনেকে। অনেকে আবার বলছেন যদি কেউ নাই থাকেন ছবি গুলো তুলল কে?

Published on: Jun 09, 2023 06:52 PM