Panchayat Election 2023: প্রার্থীকেই বাঁশ দিয়ে মার!
তারকেশ্বরে বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মীদের উপর বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম বিজেপি প্রার্থী সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা তারকেশ্বর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
তারকেশ্বরে বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মীদের উপর বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম বিজেপি প্রার্থী সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা তারকেশ্বর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার তৃণমূলের। তারকেশ্বর ব্লকের পিয়াসাড়া নাইটা মালপাহারপুর গ্রাম পঞ্চায়েতের আইমা মালপাহারপুরের ১৪৮ নং বুথের বিজেপি প্রার্থী নীলকান্ত বাগ সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর উপর হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল বিরুদ্ধে। বুথে যাওয়ার সময় তাদের উপর বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও বিজেপির প্রার্থীর উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংরায়।
Published on: Jul 08, 2023 01:34 PM