51th Birthday of Dada: দাদা ৫১
পরিবারের সঙ্গে বাড়িতেই জন্মদিন পালন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাত বারোটায় কেক কেটে বার্থডে সেলিব্রেশন। বাবার জন্মদিনে লন্ডন থেকে কলকাতা এসেছে মেয়ে সানা।
৫১তম জন্মদিন পরিবারের সঙ্গেই কাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫০তম জন্মদিন কাটিয়েছিলেন লন্ডনে। মেয়ে সানা সেখানে পড়াশুনো করেন, তাই সরপিবারে গত বছর ছিলেন বিলেতে। এবার অবশ্য বাবার জন্য কলকাতায় সারপ্রাইজ ভিজিট সানার। তাই পরিবারের সঙ্গেই বাড়িতে জন্মদিন পালন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাত বারোটায় কেক কেটে বার্থডে সেলিব্রেশন।