Suicide Case: আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 13, 2023 | 9:40 PM

গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা বৃদ্ধার,স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন। শেওড়াফুলিতে এদিন দুপুরে গঙ্গায় ঝাঁপ দেন এক বৃদ্ধা।স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। বৃদ্ধাকে উদ্ধারের পর শেওড়াফুলি ফাঁড়িতে খবর দেওয়া হয়। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ এসে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়।

গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা বৃদ্ধার,স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন। শেওড়াফুলিতে এদিন দুপুরে গঙ্গায় ঝাঁপ দেন এক বৃদ্ধা।স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় বৃদ্ধার নাম স্বপ্না মালিক (৬০), বাড়ি সিঙ্গুরের নসিবপুরে।বৃদ্ধাকে উদ্ধারের পর শেওড়াফুলি ফাঁড়িতে খবর দেওয়া হয়। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ এসে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের সঙ্গে বাড়ি যেতে পেরে খুশি বৃদ্ধা। বৃদ্ধা জানান তিন বছর ধরে পেটের সমস্যায় ভুগছেন।মাঝে মাঝে যন্ত্রণা অসহ্য হয় । আজ শেওড়াফুলি ফেরি ঘাটে এসে দুবার ফেরি পারাপার করেন, তারপর গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।কিন্তু পারেন না। পাশের ঘাটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেন।দুই যুবক তাকে বাঁচায়। বৃদ্ধাকে উদ্ধারকারী এক ব্যক্তি জানান “লঞ্চঘাটে বসেছিল ওরা কিছুটা আন্দাজ করতে পেরে ওখান থেকে তাড়িয়ে দেয় । এখানে এসে তারপর বসে এখানে ঘাট ফাঁকা ছিল তখন গঙ্গায় ঝাঁপ মারে। আমরা টিউব নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছি।” ওই বৃদ্ধার নাতি জানায় “তিন চার বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছে, আজ সকালে গঙ্গা স্নানের নাম করো বাড়ি থেকে বেরোয় । তারপর এই দুপুরে আমাদের ফাঁড়ি থেকে ফোন করা হয়। আমরা এখানে এসে জানতে পারি কি ঘটনা ঘটেছিল।।

Published on: Jul 13, 2023 09:23 PM