Australia Magic Mushrooms: মাদক নয় এবার ওষুধ ম্যাজিক মাশরুম
চূড়ান্ত নেশা হয় ম্যাজিক মাশরুমে। বাঘা বাঘা মাদকও নাকি হার মানে। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়া এই মাশরুম চিকিৎসায় ব্যবহারের ছাড়পত্র দিল। ওষুধ হিসেবে মনোরোগের চিকিৎসায় ব্যবহার শুরু হল ম্যাজিক মাশরুমের।
একটি ছত্রাক, এক মাশরুম। নাম ম্যাজিক মাশরুম। হ্যালুসিনেশন মারাত্মক, চূড়ান্ত নেশা হয় এই মাশরুমে। বাঘা বাঘা মাদকও নাকি হার মানে। ২০১৮এ কলকাতায় ২০২১ এ বাংলাদেশে এর হদিশ পায় নার্কোটিক্স। মাদক ম্যাজিক নিষিদ্ধ দুনিয়া জুড়ে। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়া এই মাশরুম চিকিৎসায় ব্যবহারের ছাড়পত্র দিল। ওষুধ হিসেবে মনোরোগের চিকিৎসায় ব্যবহার শুরু হল ম্যাজিক মাশরুমের। বৈজ্ঞানিক নাম সাইলোসাইবিন মাশরুম। সাইলোসাইবিন একটি উপাদান যা মানবদেহে ঢুকে সাইলোসিন ক্ষরণ করে। এই সাইলোসিন নিউরোট্রান্সমিটারে ব্যপক উত্তেজনা ছড়ায়, মাদকতার সৃষ্টি হয়। গবেষকরা দীর্ঘদিন এই বিষয়ে গবেষণা করছিলেন। তার ফলেই জানা গেল এই মাশরুম অবসাদ জাতীয় মনোরোগে কার্যকর। তবে গবেষকরা এও বলেছেন এর নিয়ন্ত্রিত ব্যবহার সুফল দেবে। অপব্যবহার যাতে না হয় সে দিকে নজরদারির সতর্কতা দিয়েছেন বিজ্ঞানীরা। ১ জুলাই ২০২৩ থেকে অস্ট্রেলিয়ায় সরকারিভাবে এই মাশরুম ব্যবহার শুরু হয়েছে।