Bankura News: রাস্তা জুড়ে কচু গাছ!

Bankura News: রাস্তা জুড়ে কচু গাছ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 04, 2023 | 5:53 PM

বাঁকুড়া শহর জুড়ে রাস্তাঘাটের অবস্থা বেহাল। বিভিন্ন জায়গায় রাস্তায় গর্ত হয়ে জমে রয়েছে জল। প্রতিবাদে বেহাল রাস্তায় কচু গাছ পুঁতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হল বিজেপি। বর্ষায় রাস্তার অবস্থা খারাপ হওয়া স্বাভাবিক দাবী পুরসভার।

বাঁকুড়া শহর জুড়ে রাস্তাঘাটের অবস্থা বেহাল। বিভিন্ন জায়গায় রাস্তায় গর্ত হয়ে জমে রয়েছে জল। প্রতিবাদে বেহাল রাস্তায় কচু গাছ পুঁতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হল বিজেপি। বর্ষায় রাস্তার অবস্থা খারাপ হওয়া স্বাভাবিক দাবী পুরসভার। বাঁকুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ড সহ বাঁকুড়া শহর জুড়ে ক্রমশ খারাপ হচ্ছে রাস্তার হাল। শহরের বহু ওয়ার্ডেই রাস্তায় পিচের অংশ উঠে গিয়ে তৈরী হয়েছে বড়বড় গর্ত। সেই গর্তে জল জমে একদিকে যেমন শহর জুড়ে মশার উপদ্রব বাড়ছে তেমনই রাস্তা পারাপার করতে গিয়ে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ বারবার রাস্তাগুলি মেরামতের দাবী জানালেও পুরসভার তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবাদে আজ বাঁকুড়ার ২০ নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকায় বেহাল রাস্তায় কচু গাছ পুঁতে বিক্ষোভ দেখায় বিজেপি। অবিলম্বে রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে পুরসভা ও স্থানীয় কাউন্সিলারের বাড়ি ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় বর্ষায় রাস্তা খারাপের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে বাঁকুড়া পুরসভা। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে অযথা রাজনীতির অভিযোগ তুলে পুরসভার দাবী বর্ষার পরেই রাস্তা মেরামতির কাজ শুরু করা হবে।