New Rules in Indian Railways: ট্রেনে বেশি ঘুমালেই জরিমানা!

New Rules in Indian Railways: ট্রেনে বেশি ঘুমালেই জরিমানা!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Aug 04, 2023 | 9:30 AM

রেলের তরফে বেশ কিছু নিয়ম করা হয়েছে স্লিপার ও এসি কোচের যাত্রীদের জন্য । রেলের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনে যাত্রীরা ঘুমাতে পারবেন ৮ ঘণ্টা । রাত ১০- সকাল ৬টা পর্যন্ত ঘুমানো যাবে।

রেলের তরফে বেশ কিছু নিয়ম করা হয়েছে স্লিপার ও এসি কোচের যাত্রীদের জন্য। রেলের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনে যাত্রীরা ঘুমাতে পারবেন ৮ ঘণ্টা। রাত ১০- সকাল ৬টা পর্যন্ত ঘুমানো যাবে। এই নিয়ম কিন্তু সব ট্রেনের জন্য নয়। যে ট্রেনে ঘুমানোর জন্য ব্যবস্থা আছে, সেখানে প্রযোজ্য এই নিয়ম। সকাল ৬টার পর আর খোলা যাবেন না ট্রেনের মাঝের বার্থ। কারণ তখন লোয়ার সিটে ট্রেনের যাত্রীদের বসার সময়। নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনের যাত্রীরা রাতে ঘুমানোর সময় জোরে কথা বলতে পারবেন না। এমনকি জোরে গানও বাজাতে পারবেন না। গান শুনতে হলে ব্যবহার করতে হবে ইয়ারফোন। রাত ১০ টার পর শুধুমাত্র রাতের আলো জ্বালাতে পারবেন। সেই সময় অন্য কোনও আলো জ্বালাতে পারবেন না। ট্রেন সার্ভিসে খাবার অর্ডার দেওয়া যাবে না রাত ১০ টার পর। ট্রেনে মদ্যপান ও ধূমপান করা বেআইনি। ট্রেনের বগিতে নিয়ে যাওয়া যাবে না কোনও দাহ্য জিনিস।