Oppenheimer: ‘ওপেনহাইমার’ সিনেমায় হতাশ অল্টম্যান!
এই ছবিটি তৈরি হয়েছে রবার্ট ওপেনহাইমারের বায়োপিকের ওপর। পদার্থবিদের চরিত্রে অভিনয় করেছেন সিলিয়ান মার্ফিক। ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমার ব্যাপারে মন্তব্য করেন চ্যাটজিপিটির সৃষ্টিকর্তা। তাঁর মতে, এই ছবিটি অনুপ্রাণিত করেছে স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের।
‘ওপেনহাইমার’ সিনেমা দেখে অখুশি চ্যাটজিপিটির সৃষ্টিকর্তা স্যাম অল্টম্যান। তাঁর মতে, এই ছবি শিশুদের অনুপ্রাণিত করতে পারত । কিন্তু সেই কাজ করতে সফল হয়নি । এই ছবিটি রিলিজ হয় ২১ জুলাই । ‘ওপেনহাইমার’ ছবিটি পরিচালনা করেন ক্রিস্টোফার নোলান। বক্স অফিসে ভেঙেছে একাধিক রেকর্ড । এই ছবিটি তৈরি হয়েছে রবার্ট ওপেনহাইমারের বায়োপিকের ওপর। পদার্থবিদের চরিত্রে অভিনয় করেছেন সিলিয়ান মার্ফিক। ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমার ব্যাপারে মন্তব্য করেন চ্যাটজিপিটির সৃষ্টিকর্তা। তাঁর মতে, এই ছবিটি অনুপ্রাণিত করেছে স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের। স্যামের সঙ্গে অনেকেই একমত হয়েছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, তাঁর এই ছবি দেখার বদলে বার্বি দেখা উচিত। অন্য একজন জানান, ওপেনহাইমার ছবির জন্য এমন কিছু করতে যাতে স্যাম আনন্দ পায়।