Asansol News: ১০০-র বেশি গাছ পাচার!
রাতের অন্ধকারে শতাধিক গাছ কেটে ফেলা হল বনদফতরের বিট অফিস লাগোয়া এলাকায়। যেখানে কয়েকদিন আগে ঘটা করে বনবিভাগ আয়োজিত হয়েছিল বনমহোৎসব। লাগানো হয়েছিল প্রচুর গাছ। ঘটনাটি দুর্গাপুর রেঞ্জের আসানসোলের।
রাতের অন্ধকারে শতাধিক গাছ কেটে ফেলা হল বনদফতরের বিট অফিস লাগোয়া এলাকায়। যেখানে কয়েকদিন আগে ঘটা করে বনবিভাগ আয়োজিত হয়েছিল বনমহোৎসব। লাগানো হয়েছিল প্রচুর গাছ। ঠিক সেই সময় দুর্গাপুর রেঞ্জের আসানসোলের বারাবনি বিধানসভার জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরিষাতলি বিট অফিস লাগোয়া জমিতে শতাধিক সেগুন, শিরিষের মত দামী গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বনদফতরের মতে প্রতিটি গাছ কাটতে ব্যবহার করা হয়েছিল বিশেষ ধরনের যন্ত্র। সরিষাতলি বনদফতরের বিট অফিসের সামনে এইভাবেই শতাধিক গাছ কেটে ফেলার পর সরিষাতলি বিট দফতরের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ এখানে বিট দফতর যেমন রয়েছে ঠিক তেমনি বনরক্ষী ও আধিকারিকদের থাকারও ব্যবস্থা রয়েছে এই অঞ্চলে। তারপরেও কিভাবে শতাধিক গাছ কেটে ফেলা হলো, কেন কোন বনরক্ষী বা আধিকারিকের কাছে কোন খবর গেল না। সে নিয়েও উঠেছে প্রশ্ন।
ইতিমধ্যেই বনদফতরের পক্ষ থেকে ঘটনার তদন্তের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে বারাবনি থানায় বলে জানান ডিএফও বুদ্ধদেব মণ্ডল।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদফতর। শুক্রবার ঘটনাস্থলে পরিদর্শন করেন ডিএফও। তিনি জানান প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনার তদন্তের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে তারা মামলা করেছে, তদন্ত শুরু করেছে।