Khanakul Fire News: খানাকুলে ভয়াবহ আগুন!
ভয়াবহ অগ্নিকাণ্ড খানাকুলের রামচন্দ্রপুর রাজবংশীপাড়ায়। ঘটনায় মৃত ১। আহত বেশকয়েকজন। অগ্নিকান্ডে ভস্মিভূত ৩ টি বাড়ি। এছাড়াও আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ।
ভয়াবহ অগ্নিকাণ্ড খানাকুলের রামচন্দ্রপুর রাজবংশীপাড়ায়। ঘটনায় মৃত ১। আহত বেশকয়েকজন। অগ্নিকান্ডে ভস্মিভূত ৩ টি বাড়ি। এছাড়াও আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ। বৃহস্পতিবার গভীররাতে কানন গায়েন নামে এক পৌঢায় টিনের একতলা মাটির বাড়িতে প্রথম আগুন লাগে,কিছুক্ষনের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রতিবেশী রাম বাগ,লক্ষন বাগ,বিশু বাগ ও প্রশান্ত বাগের বাড়িতেও। ঘটনার সময় প্রান বাঁচাতে বাকীরা কোনোক্রমে বাইরে বেরিয়ে আসতে পারলেও পৌঢা কানন গায়েন বাইরে বার হতে পারেননি। অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয় তার। এদিকে ঘটনার খবর পেয়ে খানাকুল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এদিন ভোর ৪টে নাগাদ স্থানীয় বাসিন্দাদের সাথে আগুন নিয়ন্ত্রনে আনে। যদিও ঠিক কিভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়।তবে স্থানীয়দের অনুমান মৃত বৃদ্ধার বাড়িতে জ্বলা কোনো হেরিকেন জাতীয় জিনিষ থেকেই আগুন প্রথমে লাগে। এদিকে ঘটনার খবর পেয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করে পাশে দাঁড়ানোর আস্বাস দেন।