Madan Mitra: ঢাকির সাথে মদন

Madan Mitra: ঢাকির সাথে মদন

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Aug 04, 2023 | 8:21 PM

Tollywood: পুর দস্তুর কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে পেরে বেজায় খুশি নায়িকা। মদন মিত্রের গান তো আগেই ভাইরাল।

রাজনীতির ময়দান থেকে মিউজিক ভিডিও তে ভাইরাল মদন মিত্র। এবার বড় পর্দায় অভিনয়ে দেখা যাবে তাঁকে। নেতা থেকে এবার অভিনেতা মদন মিত্র। তাঁর প্রথম ছবির পোস্টার ও সঙ্গীত প্রকাশ পেল জনগণকে সামনেই। জনগণের খুব কাছের মানুষ মদন মিত্র অভিনব প্রচার করলেন। তাঁর ছবি “ও লাভলী” সিনেমার গান প্রকাশ পেল কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন চত্তরে।। শিয়ালদহ স্টেশনের কুলিদের সঙ্গে পায়ে পা মেলালেন মদন মিত্র। সঙ্গে ছিলেন ছবির নায়িকা রাজনন্দিনী , নবাগত নায়ক ঋক পরিচালক হরনাথ চক্রবর্তী। মদন মিত্রের গান ও নাচে মুগ্ধ হয়ে দর্শকরাও দারুণ উপভোগ করলেন। পথ চলতি মানুষ মদন মিত্র র ডান্স দেখে বলে উঠলেন ও লাভলী। মদন মিত্রের সঙ্গেই তালে তাল মেলালেন অভিনেত্রী রাজনন্দিনী। পুর দস্তুর কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে পেরে বেজায় খুশি নায়িকা। মদন মিত্রের গান তো আগেই ভাইরাল। এবার তাঁর অভিনয় দর্শকদের কতটা হলমুখী করে সেটাই দেখার।