Bajirao Mastani: বাজিরাও মস্তানিতে ভয়ানক অভিজ্ঞতা কার?
Bajirao Mastani: অনেক সিনেমার শুটিং সেটে বহু ঘটনা ঘটে। তা' বলে সিনেমায় সত্যিকারের ভূতুড়ে ঘটনা! 'বাজিরাও মস্তানি'র সেটে ঘটে বেশ কিছু অলৌকিক ঘটনা। সেই ঘটনা গুলো ঘটে রণবীর সিংয়ের সঙ্গে। ভয়ানক সেই অভিজ্ঞতা আজও ভোলেননি রণবীর সিং।
অনেক সিনেমার শুটিং সেটে বহু ঘটনা ঘটে। তা বলে সিনেমায় সত্যিকারের ভূতুড়ে ঘটনা! ‘বাজিরাও মস্তানি’র সেটে ঘটে বেশ কিছু অলৌকিক ঘটনা। সেই ঘটনা গুলো ঘটে রণবীর সিংয়ের সঙ্গে। ভয়ানক সেই অভিজ্ঞতা আজও ভোলেননি রণবীর সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারের রণবীর জানান সেই ঘটনারগুলোর কথা।
এমনিতেই চ্যালেঞ্জিং ছিল বাজিরাওয়ের চরিত্র। অলৌকিক ঘটনায় চরিত্রে মনঃসংযোগ করতে বাধা পান রণবীর। সেটে একটা কালো দেওয়াল ছিল। তাতে কে যেন সাদা ধুলো দিয়ে এঁকে দেয় একটা ছবি। ধুলো দিয়ে আঁকা টিকালো নাক, চোখ ও শরীর যেন হুবহু বাজিরাও। সারাক্ষণ এক অশরীরী উপস্থিতি ঘিরে থাকত রণবীরকে। সারাক্ষণ মনে হত কে যেন রণবীরকে ফলো করছে। শ্যুটের সময় মনঃসংযোগের জন্য রণবীর ভাবতেন এসব মনের ভুল। এখন বুঝতে পারেন ওগুলো ছিল অলৌকিক ঘটনা।