Balurghat: ভোটের আগেই জলমগ্ন বালুরঘাট

Balurghat: ভোটের আগেই জলমগ্ন বালুরঘাট

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Jul 04, 2023 | 6:23 PM

Balurghat: বালুরঘাট শহরের মধ্যে সবথেকে বেশি জল জমেছে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে।

বালুরঘাট, ৩ জুলাই: বর্ষার শুরুতেই জলমগ্ন বালুরঘাট শহর। একদিনের টানা বৃষ্টিতে জল জমেছে শহরের একাংশ এলাকায়। রাস্তার উপর জমেছে হাঁটুজল৷ বালুরঘাট শহরের মধ্যে সবথেকে বেশি জল জমেছে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে। কিছু কিছু এলাকায় জমা জল পুকুরের চেহারা নিয়েছে। নিকাশি ব্যবস্থা সঠিক না হওয়ার কারণেই জল জমছে এলাকায় বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সোমবার দুপুর পর্যন্ত জল জমে রয়েছে এলাকায়৷ যদিও পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছে বলেই বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত রবিবার রাত থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। সোমবার সকাল থেকেও বৃষ্টি অনবরত হচ্ছে শহরে৷ যার ফলে শহরের বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে। নীচু এলাকাতেই সব থেকে বেশি জল জমে রয়েছে। একদিকে নিচু তার উপর নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে জল বেরোচ্ছে না। যদিও পুরসভার তরফে জল বের করার জন্য পাম্প লাগানো হয়েছে। পাম্পের সাহায্যে জল বের করা হচ্ছে।

এবিষয়ে আনন্দবাগান এলাকার বাসিন্দা সেন্টু সাহা বলেন, গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে রাস্তায় জল জমেছে। এমনকি বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃষ্টি থেমে যাওয়ার দীর্ঘক্ষণ পরও জল নামছে না। দীর্ঘদিন ধরে এলাকায় স্থানীয় কাউন্সিলরকেও দেখা যায় না। ড্রেনের জল কাদা ভেঙ্গে যাতায়াত করছে হচ্ছে তাদের। রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনাও বাড়ছে।

যদিও বালুরঘাট পুরসভার এমসিআইসি মহেশ পারখ বলেন, যেসব এলাকায় জল জমছে থাকছে তা পাম্পের সাহায্য বের করা হচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় পঞ্চায়েতের সঙ্গে পুরসভা থাকায় সেখানের নিকাশি সমস্যা রয়েছে। পঞ্চায়েত এলাকায় নিকাশি সমস্যা রয়েছে। সেখানে মাস্টার প্ল্যানের মাধ্যমে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে।