Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Holidays in July: জুলাইয়ে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক

Bank Holidays in July: জুলাইয়ে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 30, 2023 | 6:05 PM

জুন প্রায় শেষ। পরের মাসে অর্ধেক মাস ব্যাঙ্ক বন্ধ। দেখে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। জুলাই ২০২৩ এ ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনিই প্রতি মাসে ২য় ও ৪র্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। জুলাইয়ে রবিবার ৫টি। তার সঙ্গে ২টি শনিবার। রবিবারের জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে ২, ৯, ১৬, ২৩, ৩০ জুলাই ২০২৩। শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে ৮ ও ২২ জুলাই ২০২৩। এছাড়াও বিভিন্ন রাজ্যে আছে ৮টি ছুটির দিন।

জুন প্রায় শেষ। পরের মাসে অর্ধেক মাস ব্যাঙ্ক বন্ধ। দেখে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। জুলাই ২০২৩ এ ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনিই প্রতি মাসে ২য় ও ৪র্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। জুলাইয়ে রবিবার ৫টি। তার সঙ্গে ২টি শনিবার। রবিবারের জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে ২, ৯, ১৬, ২৩, ৩০ জুলাই ২০২৩। শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে ৮ ও ২২ জুলাই ২০২৩। এছাড়াও বিভিন্ন রাজ্যে আছে ৮টি ছুটির দিন। গুরু হরগোবিন্দ সিং জয়ন্তীতে জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ ৫ জুলাই। মিজোরামে MHIP দিবসের ছুটি ৬ জুলাই। ত্রিপুরায় কের পূজার ছুটি ১১ জুলাই। সিকিমের ভানু জয়ন্তীতে ব্যাঙ্ক বন্ধ ১৩ জুলাই। মেঘালয়ে ইউ টিরট সিং ডের ছুটি ১৭ জুলাই। গ্যাংটকে দ্রুকপা সে জির জন্য ব্যাঙ্ক বন্ধ ২১ জুলাই। মহরমের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে ২৯ জুলাই। হরিয়ানা ও পঞ্জাবে ৩১ জুলাই ব্যাঙ্ক বন্ধ শহিদ দিবসের জন্য। এই দিন গুলিতে ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু। চালু থাকবে এটিএম পরিষেবা।