Bankura BJP Agitation: লাগামহীন সন্ত্রাস, চরম বিক্ষোভ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 13, 2023 | 7:03 PM

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই শুরু হয় অশান্তি। বাঁকুড়ার ইন্দাস, পাত্রসায়ের, জয়পুর, কোতুলপুর সহ বিভিন্ন ব্লকে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। নির্বাচনের দিনেও দিকে দিকে বিরোধী এজেন্টদের বাধাদান ও ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে

নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সময়ে দিকে দিকে শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে আজ বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি। অবিলম্বে এই সন্ত্রাস বন্ধ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই শুরু হয় অশান্তি। বাঁকুড়ার ইন্দাস, পাত্রসায়ের, জয়পুর, কোতুলপুর সহ বিভিন্ন ব্লকে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। নির্বাচনের দিনেও দিকে দিকে বিরোধী এজেন্টদের বাধাদান ও ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। ভোট গননার ক্ষেত্রেও তৃনমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ ওঠে। জেলার বহু জায়গায় বিজেপির কাউন্টিং এজেন্টদের মারধর করা হয় বলেও অভিযোগ। ফলাফল ঘোষণার পরে নির্বাচনোত্তর হিংসার ঘটনা ঘটে বিভিন্ন এলাকায়। বহু জায়গায় বিজেপির জয়ী প্রার্থীদের সংশাপত্র না দেওয়ার অভিযোগও ওঠে। এই পরিস্থিতিতে আজ বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। আগামীদিনে সন্ত্রাস বন্ধ না হলে আন্দোলন আরো তীব্রতর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপির আন্দোলনকারীরা।