Bankura News: কুকুর ধরে নিয়ে যাচ্ছে একদল ,তারপর…
বাঁকুড়া শহরে পথকুকুরের সমস্যা নতুন নয়। শহর জুড়ে কুকুরের তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষ। শহরের পথ চলতে গিয়ে প্রায়শই কুকুরের আক্রমণের মুখে পড়তে হচ্ছে পথচারী মানুষকে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে শুধুমাত্র বাঁকুড়া শহরেই পথ কুকুরের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় সাত সকালেই বেশ কিছু মানুষকে রীতিমত জাল দিয়ে একের পর এক কুকুর ধরতে দেখেন মাচানতলা এলাকার স্থানীয় বাসিন্দারা
বিশেষ আকারের নেটের সাহায্যে ব্যাপক হারে পথকুকুর ধরে এম্বুলেন্সে চাপিয়ে একদল লোক পালিয়ে যাচ্ছে। সাত সকালেই এমন ঘটনা চোখে পড়তেই রীতিমত হুলস্থুল কান্ড বাঁকুড়ার মাচানতলায়। স্থানীয়দের সাথে শুরু হয় রীতিমত বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শেষমেষ জানা যায় প্রশাসনের নির্দেশেই বাঁকুড়া শহর জুড়ে শুরু হয়েছে কুকুর ধরার অভিযান। বাঁকুড়া শহরে পথকুকুরের সমস্যা নতুন নয়। শহর জুড়ে কুকুরের তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষ। শহরের পথ চলতে গিয়ে প্রায়শই কুকুরের আক্রমণের মুখে পড়তে হচ্ছে পথচারী মানুষকে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে শুধুমাত্র বাঁকুড়া শহরেই পথ কুকুরের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় সাত সকালেই বেশ কিছু মানুষকে রীতিমত জাল দিয়ে একের পর এক কুকুর ধরতে দেখেন মাচানতলা এলাকার স্থানীয় বাসিন্দারা। কুকুরগুলিকে ধরে এম্বুলেন্সে চাপিয়ে একদল লোক নিয়ে যাচ্ছিলেন অন্যত্র। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায়। কুকুর ধরা লোকেদের ঘেরাও করে রীতিমত বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। শেষ পর্যন্ত জানা যায় জেলা প্রশাসনের নির্দেশে কুকুর ধরে কুকুরদের জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা করা ও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। স্থানীয়দের দাবী জেলা প্রশাসনের এই উদ্যোগ সম্পর্কে আগে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালানো উচিৎ ছিল। প্রশাসনের দাবী জেলার পশুপ্রেমীদের সাথে আলোচনার সাপেক্ষেই স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। প্রশাসনের দাবী অন্য রাজ্যে এই মডেল সফলতা পাওয়ায় বাঁকুড়া শহরের ক্ষেত্রেও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাড়াহুড়ো করে এই উদ্যোগ নেওয়ায় প্রচার চালানো হয়নি বলে স্বীকারোক্তি প্রশাসনের।