CPIM প্রার্থীকে ভোট দেওয়া ব্যালট উদ্ধার।পূর্বস্থলী 2 নম্বর ব্লকের গণনা কেন্দ্র পাটুলী কৃষাণ মান্ডির পাশে পরে থাকা এই ব্যালট উদ্ধার হয় গত বৃহস্পতিবার বলে সিপিএমের অভিযোগ। মোট 15 টি অক্ষত অবস্থায় CPIM প্রার্থীকে ভোট দেওয়া ব্যালট মিলেছে।এছাড়াও অনেক ব্যালট ছেড়া অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ সাহা আজ এই ব্যালট পেপারগুলি হাতে নিয়ে দেখান। গণনা মিটে যাওয়ার পর ব্যালট উদ্ধার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত্তর। CPIM দলের বক্তব্য পূর্বস্থলী পঞ্চায়েতের কারিগর পাড়া 165 নম্বর বুথে দলীয় প্রার্থী মারিয়া বিবি শেখকে ৫০ টি মত ব্যালট তৃণমূল সরিয়ে জোর জবস্তি 3 ভোটে সব থেকে হারিয়ে দেয়। সেই ব্যালটই গণনা কেন্দ্র থেকে বাইরে ফেলে দেওয়া হয়েছে বলে সিপিএমের অভিযোগ।অন্য দিকে তৃণমূলের ব্লক সভাপতি দাবি নকল ব্যালট ছাপিয়ে মিথ্যা অভিযোগ করছে CPIM।এই ঘটনায় বাম দল থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে CPIM প্রার্থী শাসক দলের দিকে অভিযোগ করে জানান,ব্যালট সরিয়ে আমাকে হারানো হয়েছে।মানুষের ভোটে আমি জিতেছি।আমি নিবার্চন কমিশনে জানাব।
CPIM প্রার্থীকে ভোট দেওয়া ব্যালট উদ্ধার।পূর্বস্থলী 2 নম্বর ব্লকের গণনা কেন্দ্র পাটুলী কৃষাণ মান্ডির পাশে পরে থাকা এই ব্যালট উদ্ধার হয় গত বৃহস্পতিবার বলে সিপিএমের অভিযোগ। মোট 15 টি অক্ষত অবস্থায় CPIM প্রার্থীকে ভোট দেওয়া ব্যালট মিলেছে।এছাড়াও অনেক ব্যালট ছেড়া অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ সাহা আজ এই ব্যালট পেপারগুলি হাতে নিয়ে দেখান। গণনা মিটে যাওয়ার পর ব্যালট উদ্ধার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউত্তর। CPIM দলের বক্তব্য পূর্বস্থলী পঞ্চায়েতের কারিগর পাড়া 165 নম্বর বুথে দলীয় প্রার্থী মারিয়া বিবি শেখকে ৫০ টি মত ব্যালট তৃণমূল সরিয়ে জোর জবস্তি 3 ভোটে সব থেকে হারিয়ে দেয়। সেই ব্যালটই গণনা কেন্দ্র থেকে বাইরে ফেলে দেওয়া হয়েছে বলে সিপিএমের অভিযোগ।অন্য দিকে তৃণমূলের ব্লক সভাপতি দাবি নকল ব্যালট ছাপিয়ে মিথ্যা অভিযোগ করছে CPIM।এই ঘটনায় বাম দল থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে CPIM প্রার্থী শাসক দলের দিকে অভিযোগ করে জানান,ব্যালট সরিয়ে আমাকে হারানো হয়েছে।মানুষের ভোটে আমি জিতেছি।আমি নিবার্চন কমিশনে জানাব।