Panchayat Election 2023: উত্তপ্ত গলসি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 14, 2023 | 7:03 PM

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হল পূর্ব বর্ধমানের গলসি। রাজনৈতিক হিংসার জেরে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি ও দোকানঘর। লাঠি, রড দিয়ে হামলার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছে দুপক্ষের মোট ছ'জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হল পূর্ব বর্ধমানের গলসি। রাজনৈতিক হিংসার জেরে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি ও দোকানঘর। লাঠি, রড দিয়ে হামলার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছে দু’ক্ষের মোট ছ’জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার বেলা ১১ টা নাগাদ আচমকা শাসক দলের লোকেরা সিপিএম ও কংগ্রেস সমর্থকদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। এরপরই এক মহিলা সহ চার সিপিএম সমর্থক উপর হামলা চালানো হয়। পাশাপাশি ঘটনায় তৃণমূলের পারাজ গ্রাম পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর সেখকে ছুরি চালানোর অভিযোগ উঠেছে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গলসি ১ নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের করকডাল গ্রামে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। পুলিশ আহতদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চারজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের বর্ধমানে স্থানান্তর করা হয়। ঘটনায় আহত হয়েছেন সিপিআইএমের সাগর মল্লিক, রাফিজুল মল্লিক, মফিজুর মল্লিক, তাজমিরা মল্লিক ও মুক্ত মল্লিক। তাছাড়া আহত হয়েছেন তৃণমূল সদ্য নির্বাচিত পারাজ গ্রাম পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর সেখ।
গ্রামের বাসিন্দা ও সিপিএমের সমর্থক আনারুল মল্লিক জানান; ভোটের ফল প্রকাশের পর থেকেই তারা বাড়িছাড়া ছিলেন। এদিন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর সেখের নেতৃত্বে জনা পঞ্চাশেক তাদের বাড়িগুলিতে হামলা চালায়। বাড়ি ও বাইক ভেঙে দেওয়া হয়। সোনাদানা সহ সবকিছু লুঠপাট করা হয়। ব্যাপক মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের নেতা শেখ আনোয়ার আজম বলেন; এসব মিথ্যা অভিযোগ। সিপিএম আর কংগ্রেস মিলে ঝামেলা শুরু করে।