Diarrhea infection: ডায়রিয়ায় আক্রান্ত আস্ত গ্রাম

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 14, 2023 | 7:14 PM

গ্রামের দুই একজন নয় ডায়রিয়ায় আক্রান্ত আস্ত একটি গ্রাম। বোলপুর সংলগ্ন সিয়ান- মুলুক আদিবাসী অধ্যুষিত বেরুগ্রামে অসুস্থ গোটা গ্রামবাসী।

Follow Us

গ্রামের দুই একজন নয় ডায়রিয়ায় আক্রান্ত আস্ত একটি গ্রাম। বোলপুর সংলগ্ন সিয়ান- মুলুক আদিবাসী অধ্যুষিত বেরুগ্রামে অসুস্থ গোটা গ্রামবাসী। ডাইরিয়ায় প্রকোপে ত্রাহি ত্রাহি রবে আতঙ্কিত এলাকার মানুষ। এর জেরেই গোটা গ্রামের কমবেশি ২৫০ জন অসুস্থ। তাঁদের মধ্যে ৩০ জনের বেশি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।গ্রামবাসীদের দাবি,পানীয় জলের কোন ব্যবস্থায় নেই। দীর্ঘ পাঁচ বছর ধরে জার্মান প্রকল্প এবং টিউবওয়েলের বেশ কয়েকটি কল থাকলেও সেগুলি অচল। পানীয় জল আনতে হয় তিন কিলোমিটার দূর থেকে। অপরিস্রুত জল থেকেই এই রোগ ছড়িয়েছে প্রাথমিক ধারণা গ্রামবাসীদের।সোলার সিস্টেমের জলের ব্যবস্থা থাকলেও প্রায় দিনই খারাপ থাকে। স্থানীয় প্রশাসনকে বারংবার জানানো সত্বেও মেলেনি সুরাহা। চিন্তায় গ্রামবাসীরা। অধিকাংশ আক্রান্ত হওয়ার আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে।

গ্রামের দুই একজন নয় ডায়রিয়ায় আক্রান্ত আস্ত একটি গ্রাম। বোলপুর সংলগ্ন সিয়ান- মুলুক আদিবাসী অধ্যুষিত বেরুগ্রামে অসুস্থ গোটা গ্রামবাসী। ডাইরিয়ায় প্রকোপে ত্রাহি ত্রাহি রবে আতঙ্কিত এলাকার মানুষ। এর জেরেই গোটা গ্রামের কমবেশি ২৫০ জন অসুস্থ। তাঁদের মধ্যে ৩০ জনের বেশি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।গ্রামবাসীদের দাবি,পানীয় জলের কোন ব্যবস্থায় নেই। দীর্ঘ পাঁচ বছর ধরে জার্মান প্রকল্প এবং টিউবওয়েলের বেশ কয়েকটি কল থাকলেও সেগুলি অচল। পানীয় জল আনতে হয় তিন কিলোমিটার দূর থেকে। অপরিস্রুত জল থেকেই এই রোগ ছড়িয়েছে প্রাথমিক ধারণা গ্রামবাসীদের।সোলার সিস্টেমের জলের ব্যবস্থা থাকলেও প্রায় দিনই খারাপ থাকে। স্থানীয় প্রশাসনকে বারংবার জানানো সত্বেও মেলেনি সুরাহা। চিন্তায় গ্রামবাসীরা। অধিকাংশ আক্রান্ত হওয়ার আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে।

Next Article