Basirhat Theft: ক্লোরোফর্ম ছড়িয়ে বাড়ির মালিকদের সংজ্ঞাহীন করে দুঃসাহসিক চুরি!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 21, 2023 | 2:48 PM

বসিরহাটের সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের দাস পাড়ার ঘটনা। অভিযোগ, দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তারপর বাক্স ও আলমারির তালা খুলে নগদ কুড়ি হাজার টাকা ও সোনার গয়না সহ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয়। বাড়ির মালিক নিখিল দাস কর্মসূত্রে বাইরে থাকেন। সকাল হতেই তার স্ত্রী কমলা দাশ হতবাক। সকালে উঠতেই তিনি দেখেন ঘরের […]

বসিরহাটের সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের দাস পাড়ার ঘটনা। অভিযোগ, দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তারপর বাক্স ও আলমারির তালা খুলে নগদ কুড়ি হাজার টাকা ও সোনার গয়না সহ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয়। বাড়ির মালিক নিখিল দাস কর্মসূত্রে বাইরে থাকেন। সকাল হতেই তার স্ত্রী কমলা দাশ হতবাক। সকালে উঠতেই তিনি দেখেন ঘরের একাধিক জায়গায় লণ্ডভণ্ড অবস্থায় হয়ে রয়েছে। ঘরে ঘুমিয়ে থাকার পরেও তারা কেন দুষ্কৃতীদের দেখতে পেল না? তবে তাদেরকে কি ক্লোরোফর্ম ছিটিয়ে অচৈতন্য করে চুরি করা হয়েছে? সেই আশঙ্কাই প্রকাশ করছেন গ্রামবাসীরা। ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে খুলনার ওই গ্রামে।