Be Careful Before Using Air Conditioner: এসি ব্যবহারের আগে এই ভুল? বিপদ আসন্ন

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 21, 2023 | 2:56 PM

বাড়িতে এসি থাকলে আর্থিং করা খুবই প্রয়োজন। এসি থাকলে আর্থিং করা থাকলে শক খাবেন না। আর্থিং ৪ ভাবে করা যায়। আর্থিং করা যায় পাইপ , প্লেট, স্ট্রিপ, প্লেট এর মাধ্যমে। আর্থিং করার জন্য ভাল ইলেকট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন।

আপনার বাড়িতে আর্থিং করা আছে ? আর্থিং না করলে পড়তে পারেন বিপদে। বর্ষাকালে অনেক সময় শক লাগে,দেওয়ালে আর্দ্রতা থাকলে। আর্থিং করা থাকলে সেই ভয় আর থাকে না। আর্থিং না করা থাকলে, বাড়িতে অনেক সময় বৈদ্যুতিক যন্ত্রে হাত দিলে শক লাগে। বেশি শক লাগলে মৃত্যুও হতে পারে। অনেক সময় বৈদ্যুতিক যন্ত্রের তার কেটে যায়। সেই কাটা তারে হাত দিলে বৈদ্যুতিক শক খেতে পারেন। আর্থিং করা থাকলে সেই ঝুঁকি অনেকটাই কম থাকে। বাড়িতে এসি থাকলে আর্থিং করা খুবই প্রয়োজন। এসি থাকলে আর্থিং করা থাকলে শক খাবেন না। আর্থিং ৪ ভাবে করা যায়। আর্থিং করা যায় পাইপ , প্লেট, স্ট্রিপ, প্লেট এর মাধ্যমে। আর্থিং করার জন্য ভাল ইলেকট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন।