Bengali Cinema: স্মৃতির অতলে বহু বাংলা ছবি, দেরিতে হলেও শুরু সংরক্ষণের কাজ

Bengali Cinema: স্মৃতির অতলে বহু বাংলা ছবি, দেরিতে হলেও শুরু সংরক্ষণের কাজ

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 14, 2023 | 3:34 PM

স্মৃতির অতলে বহু বাংলা ছবি, দেরিতে হলেও শুরু সংরক্ষণের কাজ। ইতিহাস সংরক্ষণে বাঙালি সবসময়ই উদাসীন। শিল্প সংস্কৃতিকে ধরে রাখার পরিকল্পনার অভাব ছিল বরাবরই।সেই কারনেই বহু বিখ্যাত বাংলা সিনেমা আজ হারিয়ে যাচ্ছে। সিনেমার নাম টুকুই রয়ে গিয়েছে।

স্বর্ণ যুগের বহু বাংলা ছবির কথা লোকমুখে ঘোরে। কিন্তু কোথাও দেখতে পাওয়া যায়না। জনপ্রিয় গানগুলো শোনা যায়। কিন্তু কেমন ছিল তাদের দৃশ্যায়ন, জানার উপায় নেই। বহু বাংলা ছবি স্মৃতির অতলে চলে গেছে। কাজলা দিদি, নৌকা বিলাস ছাড়াও বহু বিখ্যাত পরিচালক তথা অভিনেতাদের কাজ আর দেখা যাবেনা। কিছুটা ভবিষ্যত পরিকল্পনার অভাব, কিছুটা আবার আইনি জটিলতার কারনে নষ্ট হয়ে যাচ্ছে বাংলা সিনেমার অমূল্য চিত্র দলিল।

কলকাতার বহু পুরোনো নিউথিয়েটার ফিল্ম স্টুডিও। অনেক বছর ধরে এদের সিন্দুকে রয়েছে স্বর্ণ যুগের বহ ছবির নেগেটিভ। তবে আইনি জটিলতা ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে তাদের অবস্থা করুণ। কিছুদিন আগে অগ্নিকাণ্ডে একশোর বেশি সিনেমার ফিল্ম ক্যান নষ্ট হয়ে গেছে। আজও এই স্টুডিওর এক কোনে অতীতের বহু স্মৃতি জমানো রয়েছে। সিনেমার রিল ক্যানে রয়েগেছে শুধুই ছবির নামটুকু।

তবে আশার কথা এই স্টুডিওর প্রযোজিত সিনেমার প্রায় সব ছবি ডিজিটাল রেস্টোরেশন হয়েগেছে। তার মধ্যেই রয়েছে গল্প হলেও সত্যি, সপ্তপদী, কাবুলিওয়ালা র মতো বহু ছবি। তবে নষ্টও হয়ে যাচ্ছে বেশ কিছু ছবির নেগেটিভ।

আইনি জটিলতা সঙ্গে পর্যাপ্ত আর্থের অভাব বহু স্বর্ণ যুগের সিনেমার নেগেটিভ ধংসের পথে । ভাগ্যক্রমে যেসব ছবির পজিটিভ অন্য কোথাও পাওয়া গেছে সেই ছবির ডিজিটাল আর্কাইভ করা সম্ভব হয়েছে। এর মধ্যে মৃনাল সেনের পুনশ্চ, অসিত সেনের স্বরলিপি, বিপাশা, বিলম্বিত লয় প্রমুখ। তবে হারিয়ে যাওয়া ছবির তালিকা কম নয়।

সিনেমা রেস্টোরেশন নিয়ে পূর্বে অবহেলা হলেও কিছু সংস্থা আছে যারা বাংলা ছবির স্বর্ণ যুগকে ধরে রাখার প্রয়াস করছে, তবে এই সিনেমার কপি বা রিল যোগার করতে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।