AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitra Chatterjee Janmantar: প্রথমবার সৌমিত্রর এই নাটক রবীন্দ্র সদনে

Soumitra Chatterjee Janmantar: প্রথমবার সৌমিত্রর এই নাটক রবীন্দ্র সদনে

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 14, 2023 | 5:36 PM

Share

১৯৯২এ সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছিলেন নাটক 'জন্মান্তর'। পুরুলিয়ার পটভূমিতে লেখা এই নাটকের প্রযোজনা হবার কথা ছিল অনেক আগেই। বিভিন্ন সময়ে প্রায় ৫-৬ বার মহড়াও হয়েছিল জন্মান্তরের

সাধারণ রঙ্গালয়ের ১৫০ বছর আর গ্রুপ থিয়েটরের ৭৫ বছর। তাই আটজন পরিচালকের আটটি নতুন নাটক দিয়ে উদযাপন মুখোমুখি নাট্য উৎসবের মাধ্যমে। ১৪ইএপ্রিল থেকে ২১এপ্রিল একাডেমী আর রবীন্দ্র সদনে মঞ্চস্থ হবে আটখানা নাটক। ১৯৯২এ সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছিলেন নাটক ‘জন্মান্তর’। পুরুলিয়ার পটভূমিতে লেখা এই নাটকের প্রযোজনা হবার কথা ছিল অনেক আগেই। বিভিন্ন সময়ে প্রায় ৫-৬ বার মহড়াও হয়েছিল জন্মান্তরের। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে বাতিল হয়ে গেছে নাটকের মঞ্চায়ন। এবার তাই কোমর বেঁধে নেমেছে মুখোমুখি। নাট্য উৎসবে প্রথমবার মঞ্চস্থ হবে জন্মান্তর, নির্দেশনায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। মঞ্চে আলো ছায়ায় পুরুলিয়ার শালের জঙ্গল। ছৌ নাচ, আর রাজনীতির চোরা স্রোত। নাটকের বেশ কিছু অভিনেতা অভিনয় করেছেন একাধিক চরিত্রে। একজন রয়েছেন চারটি চরিত্রের চরিত্রায়নে। মঞ্চে একসঙ্গে ২৫ জনেরও বেশি অভিনেতা এসে দাপিয়ে বেড়ান। মুখ্য চরিত্রে দেবদূত ঘোষ, সঞ্জিতা, সুব্রত সমাজদার, দেবদাস ঘোষ, দেবব্রত মাইতিরা। অতিমারির সময়ে বিলু দত্তের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় উঠে আসে এই নাটকের প্রসঙ্গ। সৌমিত্রর প্রবল ইচ্ছে ছিল এই নাটক মঞ্চায়নের। কিন্তু হয়নি তা। চলে গেছেন সৌমিত্র। তাই জন্মান্তর যেন কোথাও সৌমিত্রকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া। দীর্ঘদিনের অপেক্ষা শেষ, এবার কার্টেন কল পড়ল বলে।