Central Force News: ভারতীয় সেনা বাহিনীতে বড় বদল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 22, 2023 | 5:06 PM

সামরিক বাহিনীতে বড় পরিবর্তন আনছে মোদী সরকার। সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীকে একত্র করে তৈরি হবে একটি সংযুক্ত বাহিনী। আর্মি, নেভি ও এয়ার ফোর্সকে একত্র করে ইন্টিগ্রেটেড কমান্ড তৈরি করছে কেন্দ্র সরকার। অগাস্টে এ বিষয়ে ঘোষণা হবে।

সামরিক বাহিনীতে বড় পরিবর্তন আনছে মোদী সরকার। সেনা বাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীকে একত্র করে তৈরি হবে একটি সংযুক্ত বাহিনী। আর্মি, নেভি ও এয়ার ফোর্সকে একত্র করে ইন্টিগ্রেটেড কমান্ড তৈরি করছে কেন্দ্র সরকার। অগাস্টে এ বিষয়ে ঘোষণা হবে। এই ৩ বাহিনীকে একত্র করে সংযুক্ত কমান্ড গঠন স্বাধীনতার পর এই প্রথম। এই সংযুক্ত বাহিনীর পরিকল্পনা করেন প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। জানা যাচ্ছে প্রথম ইন্টিগ্রেটেড কমান্ড হবে দক্ষিণ-পশ্চিম জয়পুর কমান্ড। লখনউ হবে আর একটি ইন্টিগ্রেটেড কমান্ড। পাকিস্তানকে সামলাবে ওয়েস্টার্ন ইন্টিগ্রেটেড কমান্ড। চিনের জন্য থাকছে সেন্ট্রাল কমান্ড। এক সীমান্ত এক বাহিনী ধরনা অনুযায়ী তৈরি হচ্ছে এই সংযুক্ত কমান্ড। এবারের স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা হতে পারে বল্যে সুত্রের খবর।