Kalyan Jewellers: কল্যাণ জুয়েলার্সের মালিককে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 22, 2023 | 5:17 PM

কল্যাণ জুয়েলার্সের কর্ণধারকে চেনেন? কল্যাণ জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান টিএস কল্যাণরমণ। একই সঙ্গে তিনি কল্যাণ ডেভেলপারেরও ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান। টিএস কল্যাণরমণের কোম্পানির বর্তমান মুল্য ৮,৪০৭ কোটি টাকা। দেশে ও বিদেশে কল্যাণ জুয়েলার্সের একাধিক রিটেল স্টোর।

Kalyan Jewellers: কল্যাণ জুয়েলার্সের মালিককে চেনেন?

Follow Us

কল্যাণ জুয়েলার্সের কর্ণধারকে চেনেন? কল্যাণ জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান টিএস কল্যাণরমণ। একই সঙ্গে তিনি কল্যাণ ডেভেলপারেরও ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান। টিএস কল্যাণরমণের কোম্পানির বর্তমান মুল্য ৮,৪০৭ কোটি টাকা। দেশে ও বিদেশে কল্যাণ জুয়েলার্সের একাধিক রিটেল স্টোর। ৭৫ লাখ টাকায় তাঁর প্রথম স্টোর খোলে ১৯৯৩এ কেরালার ত্রিশুরে। মাত্র ১২ বছর বয়সে বাবার অনুপ্রেরণায় ব্যবসায়িক জীবন শুরু কল্যাণরমণের। তাঁর রয়েছে একটি ব্যক্তিগত বিমান ও একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এমবিয়ারার লেগেসি ৬৫০ ও বেল ৪২৭ হেলিকপ্টারের মূল্য যথাক্রমে ১৭৮ কোটি ও ৪৮ কোটি টাকা। এছাড়াও তাঁর রয়েছে ৩টি রোলস র‍য়েস গাড়ি। স্বর্ণালঙ্কার ছাড়াও পাইকারি ব্যবসা,টেক্সটাইল ট্রেডিং ও ডিস্ট্রিবিউশনের ব্যবসা আছে তাঁর। দক্ষিণ ভারতে প্রাথমিক ভাবে শাখা ছিল কল্যাণ জুয়েলার্সের। ২০১২এ গুজরাটে শোরুম খোলে কল্যাণ জুয়েলার্স। ২০১৩এ কল্যাণ জুয়েলার্স সংযুক্ত আরব আমিরশাহীতে একই দিনে ৬টি শোরুম খোলে। এখন আরব ছাড়াও ওমান, কাতার ও কুয়েতে ৩০টি শোরুম খোলে কল্যাণ জুয়েলার্স।

Next Article