প্রয়াত চেক প্রজাচন্ত্রের বাসিন্দা বামপন্থী লেখক মিলান কুন্দেরা। ১ এপ্রিল ১৯২৯ জন্ম হয় মিলান কুন্দেরার। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয় ৯৪ বছর। ডার্ক নভেলের জন্য প্রখ্যাত মিলান কুন্দেরার জনপ্রিয় উপন্যাস ‘দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং’ । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বামপন্থী এই লেখক। দুবার এই লেখককে কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত করা হয়। ডার্ক নভেলে হাস্যরস ও কবিতার ছন্দ প্রয়োগ করে তিনি জীবন্ত করতেন উপন্যাসগুলি। তাঁর বেশিরভাগ লেখাতেই ছিল অন্ধকারের হাতছানি। যৌনতার প্রতি ছিল তাঁর অগাধ মোহ। প্রতিবাদী চরিত্রের জন্য তাঁর চেক নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় ১৯৭৯ এ। সেটাও উঠে আসে তাঁর নভেলে। ১৯৭৫ এ মিলান ও তাঁর স্ত্রী ভারা চলে আসেন ফ্রান্সে। প্রথম জীবনে কবিতা লিখতেন কুন্দেরা। পড়াশোনা করেন সিনেমা স্কুলে। ২০০৮ এ কুন্দেরাকে পুলিশের চর বলে চেক ম্যাগাজিন। কমিউনিস্ট সরকার যদিও অস্বীকার করে এই অভিযোগ। ১৩ বছর নির্বাসিত হন কুন্দেরা। বিখ্যাত বই- ‘দ্য বুক অফ লাফটার অ্যান্ড ফরগেটিং’, ‘আর্ট অফ দ্য নভেল’, ‘দ্য জোক’।
প্রয়াত চেক প্রজাচন্ত্রের বাসিন্দা বামপন্থী লেখক মিলান কুন্দেরা। ১ এপ্রিল ১৯২৯ জন্ম হয় মিলান কুন্দেরার। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয় ৯৪ বছর। ডার্ক নভেলের জন্য প্রখ্যাত মিলান কুন্দেরার জনপ্রিয় উপন্যাস ‘দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং’ । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বামপন্থী এই লেখক। দুবার এই লেখককে কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত করা হয়। ডার্ক নভেলে হাস্যরস ও কবিতার ছন্দ প্রয়োগ করে তিনি জীবন্ত করতেন উপন্যাসগুলি। তাঁর বেশিরভাগ লেখাতেই ছিল অন্ধকারের হাতছানি। যৌনতার প্রতি ছিল তাঁর অগাধ মোহ। প্রতিবাদী চরিত্রের জন্য তাঁর চেক নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় ১৯৭৯ এ। সেটাও উঠে আসে তাঁর নভেলে। ১৯৭৫ এ মিলান ও তাঁর স্ত্রী ভারা চলে আসেন ফ্রান্সে। প্রথম জীবনে কবিতা লিখতেন কুন্দেরা। পড়াশোনা করেন সিনেমা স্কুলে। ২০০৮ এ কুন্দেরাকে পুলিশের চর বলে চেক ম্যাগাজিন। কমিউনিস্ট সরকার যদিও অস্বীকার করে এই অভিযোগ। ১৩ বছর নির্বাসিত হন কুন্দেরা। বিখ্যাত বই- ‘দ্য বুক অফ লাফটার অ্যান্ড ফরগেটিং’, ‘আর্ট অফ দ্য নভেল’, ‘দ্য জোক’।