Rekha: The Untold Story: বিস্ফোরক দাবি করেছেন লেখক ইয়াসের উসমান
লেখক ইয়াসের উসমানের লেখা ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে প্রকাশ পেয়েছে এক বিস্ফোরক তথ্য, যা নিয়ে আপাতত তোলপাড় বলিউড। লেখকের দাবি, সহকারী ফারজ়ানার সঙ্গে সমকামী সম্পর্কে রয়েছেন চিরসবুজ এই নায়িকা। তাঁর শোয়ার ঘরে নাকি ফারজ়ানা ছাড়া আর কারও ঢোকার অধিকার নেই।
এবার সিনেমায় মদন
আসছে হরনাথ চক্রবর্তীর ছবি ‘ওহ লাভলি’। আর এই ছবির মধ্যে দিয়েই টলিউডে এন্ট্রি নিচ্ছেন কালারফুল বিধায়ক মদন মিত্র। ছবিতে মদন ছাড়াও থাকছেন ঋক, রাজনন্দিনী পাল, মদন মিত্র, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতি মুন্সী, বুদ্ধদেব ভট্টাচার্য, মৃন্ময় দাস প্রমুখ।
হাসপাতাল থেকে ফিরলেন মৌনী
শরীর ভাল নেই অভিনেত্রী মৌনী রায়ের। টানা ৯ দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন তিনি। সামাজিক মাধ্যমে মৌনী বলেন, “বাড়ি ফিরেছি। ধীর গতিতে সুস্থ হচ্ছি। চিকিৎসকদের অনেক ধন্যবাদ।” পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন স্বামী সূরজ নাম্বিয়ারকেও।
বাদ পড়ছেন রুবেল?
দিন কয়েক আগেই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেতা রুবেল দাস। শুটিং চলাকালীন এক স্টান্ট করতে গিয়ে আহত হয়েছেন তিনি। সেই কারণেই কি ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ থেকে বাদ পড়ছেন তিনি? অভিনেতা জানান, বাড়িতে গিয়ে শুটিং হচ্ছে তাঁর, Replacement নেওয়া হবে কি না, তা এখনও জানায়নি প্রযোজনা সংস্থা।
মিলল মিঠুনের ভবিষ্যদ্বাণী
মিলে গেল মিঠুন চক্রবর্তীর ভবিষ্যদ্বাণী, আবেগঘন হয়ে এমনটাই জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়। তিনি জানান, আট বছর আগে মিঠুন জানিয়েছিলেন এক সময় তিনি নায়িকা হবেন। তাঁর মধ্যে সেই গুণ রয়েছে। তাই-ই হয়েছে। গীতশ্রী এখন সফল অভিনেত্রী।
বদলে গেলেন নবনীতা
এই মুহূর্তে অভিনেত্রী নবনীতা দাসের ব্যক্তিগত জীবন চর্চায়, চলছে নানা আলোচনা। তবে এ সবের মধ্যেই ভোল বদলে ফেললেন তিনি। গোঁফ লাগিয়ে, গলায় মাদুলি পরে, নিজেকে পুরোপুরি পাল্টেই ফেললেন তিনি। তাঁর ধারাবাহিক ‘বিয়ের ফুল’-এ আসছে নতুন টুইস্ট, আর সেই কারণেই তাঁর এই ভোলবদল।
সহকারীর সঙ্গে সহবাস রেখার?
লেখক ইয়াসের উসমানের লেখা ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে প্রকাশ পেয়েছে এক বিস্ফোরক তথ্য, যা নিয়ে আপাতত তোলপাড় বলিউড। লেখকের দাবি, সহকারী ফারজ়ানার সঙ্গে সমকামী সম্পর্কে রয়েছেন চিরসবুজ এই নায়িকা। তাঁর শোয়ার ঘরে নাকি ফারজ়ানা ছাড়া আর কারও ঢোকার অধিকার নেই।
বিবেকের নিশানায় ‘India’-জোট
মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো ও গণধর্ষণের অভিযোগের ঘটনায় উত্তাল গোটা দেশ এবং সোশ্য়াল মিডিয়া। চলছে রাজনৈতিক তরজা, প্রতিবাদে সামিল হয়েছে বলিউডের একটা বড় অংশ। এরই মধ্যে জনৈক নেটিজেন ‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কাছে এক প্রস্তাব দিতে পাল্টা তাঁকেই বিঁধলেন ওই পরিচালক। শুধু তাই নয়, খোঁচা দিতে ছাড়লেন না বিজেপি-বিরোধী রাজনৈতিক জোট তথা ‘ইন্ডিয়া’কেও।
প্রয়াত চার্লি চ্যাপলিনের মেয়ে
প্রয়াত হলিউ়ড অভিনেত্রী জোসেফিন চ্যাপলিন। তাঁর আরও একটি পরিচিতি-তিনি পরিচালক চার্লি চ্যাপলিন এবং তাঁর চতুর্থ স্ত্রী উনা ও’নিলের মেউএ। ৭৪ বছর বয়সে প্যারিসে মৃত্যু হয়েছে তাঁর। ‘জ্যাক দ্য রিপার’, ‘আ কাউন্টেস ফ্রম হংকং’, ‘এসকেপ টু দ্য সান’-সহ বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
আরাধ্যার চমক
আর ছোটটি নেই ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা। বয়স তার প্রায় ১২। এবার তাঁকে নিয়েই হচ্ছে প্রশংসা। পাপারাৎজিকে দেখে এড়িয়ে যাওয়া নয়, বরং আরাধ্যা বলে উঠলেন, ‘নমস্তে’। তাঁর এই ব্যবহারই মুগ্ধ করেছেন সকলকে।