Panchayat Election 2023: অনেকদিন পর প্রকাশ্যে বিমল গুরুং
বহুদিন পর প্রকাশ্যে দেখা গেলো বিমল গুরুংকে। পাহাড়ে ২৩ বছর পর পঞ্চায়েত নির্বাচন। ভোট দেন বিমল গুরুং। শনিবার সন্ধে ৬টা পর্যন্ত ভোট হবে পাহাড়ে।
বহুদিন পর প্রকাশ্যে দেখা গেলো বিমল গুরুংকে। পাহাড়ে ২৩ বছর পর পঞ্চায়েত নির্বাচন। ভোট দেন বিমল গুরুং। শনিবার সন্ধে ৬টা পর্যন্ত ভোট হবে পাহাড়ে। ভোটদানের আগে বিমল সমর্থকদের সঙ্গে দেখা করে হাতে পরলেন সৌভাগ্যের তাগা। পঞ্চায়েত নির্বাচনের পর গোর্খাল্যান্ড নিয়ে কাজ দাবি বিমল গুরুংয়ের। এদিন ভোটের উৎসবের মেজাজেই ছিলেন পাহাড়ের দাপুটে নেতা।