Top 9: SRK-কে চড় মেরে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী, কেন?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 08, 2023 | 9:45 PM

SRK: কিন্তু কিছুতেই শট ওকে হয় না। অভিজ্ঞতার কথা শেয়ার করে সুচিত্রা বলেছেন, "একটা পর্যায়ে পৌঁছে আমি কাঁদতে শুরু করি, কারণ আমি আর পারছিলাম না। শাহরুখ এতই ভদ্র আমায় কিচ্ছু বলেনি"।

ঋদ্ধির বার্তা
অবাধে ছাপ্পা, বোমাবাজি, কর্মী-সমর্থককে প্রকাশ্য খুন… ২০২৩-এর পঞ্চায়েত ভোটে সকাল থেকেই এ হেন দৃশ্য বাংলা জুড়ে। এ নিয়ে একটি FB পোস্ট করেছেন অভিনেতা ঋদ্ধি সেন। তিনি লেখেন, “পড়ে থাক গণতন্ত্রের লাশ, পচুক, গন্ধ বেরোক, সেই গন্ধ নাকে নিয়ে মাংস ভাত খাক রাজনৈতিক শিবিরগুলো, দুপুরবেলা আমরাও খাই পেট ভরে। গন্ধটা আরও তীব্র হওয়ার আগে চলুন খেয়েনি, আসুন, যোগ দিন মাংস ভাত খাওয়ায়, আমাদের ভাগাড়ের মাংস।”

কেন মৃত্যু হল কাবোর মেয়ের?
মেয়েকে হারিয়েছেন সঙ্গীতশিল্পী অ্যালবার্ট কাবো। বয়স হয়েছিল মাত্র সাড়ে আট মাস। নাম ইভলিন লেপচা। কী হয়েছিল ইভলিনের? কেন মাত্র সাড়ে আট মাসেই চলে যেতে হল তাঁকে? জানা গিয়েছে, জন্ম থেকেই অসুস্থ ছিল সে। ছিল হৃদযন্ত্রের সমস্যা। অনেক চেষ্টা করেও হয়নি শেষরক্ষা। পরিবারে শোকের আবহ।

মিমির ‘মামণি’ শ্রাবন্তী
নীল জল, খোলা চুল আর হলদে বিকিনি… শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মোহময়ী এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিটি পোস্ট করেছেন শ্রাবন্তী নিজেই। তাঁর এই বোল্ড অবতার দেখে চুপ করে নেই মিমি চক্রবর্তীও। লিখলেন, ‘মামণি…। শ্রাবন্তী পাল্টা পাঠালেন ভালবাসার ইমোজি।

কোথায় হারালেন দেবলীনা?
দেবলীনা কুমার বরাবরই ঘুরতে বেশ পছন্দ করেন। এবারও বেরিয়ে পড়লেন বিদেশ বিভুঁইয়ের উদ্দেশে। ডেস্টিনেশন সিডনি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করলেন অভিনেত্রী। যা পলকে নজর কাড়ল ভক্তদের।

আসছে ‘চিনি ২’
আসছে মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি ২’। অভিনয়ে এবারও সেই নজরকাড়া মা-মেয়ে জুটি অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকার। সঙ্গে অভিনয়ে থাকছেন অনিবার্ণ চক্রবর্তী, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ১১ অগষ্ট মুক্তি পাবে এই ছবি।

শাহরুখকে সপাটে চড় নায়িকার!
সামনে দাঁড়িয়ে শাহরুখ খান–একের পর এক চড় মারা হচ্ছে তাঁকে। সবটা হজম করছেন তিনি, মুখে কুলুপ। ২৯ বছর আগে এরকমটাই ঘটে ‘কভি হাঁ কভি না’ ছবির সেটে। ছবির প্রয়োজনে চড় মারছিলেন সুচিত্রা কৃষ্ণমূর্তি। কিন্তু কিছুতেই শট ওকে হয় না। অভিজ্ঞতার কথা শেয়ার করে সুচিত্রা বলেছেন, “একটা পর্যায়ে পৌঁছে আমি কাঁদতে শুরু করি, কারণ আমি আর পারছিলাম না। শাহরুখ এতই ভদ্র আমায় কিচ্ছু বলেনি”।

‘রবীন্দ্রনাথ’ লুকে অনুপম
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র এবার বলিউডের পর্দায়, যাঁর সৃষ্টিতে দশকের পর দশক সমৃদ্ধ হয়েছে সিনেপাড়া, সেই বিশ্বকবিকে নিয়ে এবার ছবি। নাম-ভূমিকায় অনুপম খের। লুক সামনে আসতেই নেটপাড়ায় প্রশংসার ঝড়। যদিও ছবি ঠিক কী নিয়ে, তা এখনও রহস্যই রাখলেন অভিনেতা।

এ কী বললেন আলিয়া!
আলিয়া ভাটকে এক সাক্ষাৎকারে ‘নতুন প্রজন্মের অনুপ্রেরণা’ বলা হয়েছে। শুনে কী বললেন অভিনেত্রী? হাসতে-হাসতে উত্তর দিলেন, তিনি জোকার হতেও রাজি আছেন, যদি চেক সময়মতো তাঁর কাছে পৌঁছে যায়।

বাড়ি কিনলেন কার্তিক
এবার নিজেকে উপহার দিলেন কার্তিক আরিয়ান। ১৭.৫০ কোটি টাকা দিয়ে কিনে ফেললেন একটি ফ্ল্যাট। একই বিল্ডিং-এ থাকেন কার্তিকের মা। ইতিমধ্যে প্রাথমিক স্তরের চুক্তি সই-পর্ব মিটে গিয়েছে।