Kylian Mbappé: মেসির ‘বুদ্ধিতেই’ বিপাকে এমবাপে
২০২২-২৩ মরশুমে ৩৪টি লিগ ম্যাচে ২৯টি গোল করেছিলেন এমবাপে। ফরাসি তারকাকে দু’ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। এই দুই সপ্তাহের মধ্যে নিজের সিদ্ধান্ত জানাতে হবে এমবাপেকে।
প্যারিস সাঁ জাঁ ছাড়বেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। একথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। এবার পিএসজি (PSG ) সভাপতি নাসের আল খেলাইফি ফরাসি তারকাকে চাপে রাখার চেষ্টা করলেন। পরিষ্কার করে এমবাপেকে তিনি জানিয়ে দিয়েছেন, বিনা পয়সায় তাঁকে অন্য ক্লাবে ছাড়া হবে না।২০২২-২৩ মরশুমে ৩৪টি লিগ ম্যাচে ২৯টি গোল করেছিলেন এমবাপে। ফরাসি তারকাকে দু’ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। এই দুই সপ্তাহের মধ্যে নিজের সিদ্ধান্ত জানাতে হবে এমবাপেকে। স্থির করতে হবে চলতি মরশুমে তিনি পিএসজি ছাড়বেন নাকি প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াবেন। খেলাইফি জানিয়েছেন, তাঁরা চান এমবাপে যেন থেকে যান পিএসজি-তে। নিতান্তই যদি না থাকেন, তাহলে অন্য ক্লাবে চলে যেতেই পারেন এমবাপে। কিন্তু কোনও মতেই তাঁকে বিনামূল্যে ছাড়া হবে না।প্যারিস সাঁ জাঁ ছেড়ে আগেই চলে গিয়েছেন লিও মেসি। জোর খবর, প্যারিস সাঁ জাঁ ছেড়ে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে পারেন এমবাপে। পিএসজি ছাড়ার পরামর্শ এমবাপেকে দিয়েছেন মেসি। এলএম১০ বলেছেন, ”আমি বলব তুমি বার্সাতেই যাও। কিন্তু তুমি যদি রিয়াল মাদ্রিদে যেতে চাও, তাহলে যেতে পার। এমন একটা ক্লাবে যাও, যারা জিততে পারে, চ্যাম্পিয়ন হতে পারে।” আর মেসির এহেন পরামর্শের পরে পিএসজি সমর্থকরা রেগে যান মেসির উপরে। সোশ্যাল মিডিয়ায় জোর আলোড়ন তৈরি হয়। এবার পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি সময় বেঁধে দিলেন এমবাপেকে। বল এখন ফরাসি তারকার কোর্টে।