করোনা আক্রান্তদের সঙ্গে হ্যাপি বার্থ ডে
শান্তনুর জন্মদিন। নতুন করে জীবন ফিরে পাওয়া। জন্মদিনে শহরের এক বেসরকারি হাসপাতালে বিশেষ অনুমতি নিয়ে কোভিড ওয়ার্ডেই কেক কাটলেন।
সন্তু পরোপকারী হিসেবে পরিচিত। ভালো নাম শান্তনু সিনহা। অক্সিজেন দেওয়া থেকে শুরু করে বিপদে মানুষের পাশে থাকাটা স্বভাব। যখন করোনা হয়, তখন শান্তনুর শারীরিক অবস্থা ছিল সংকটজনক। সবচেয়ে খারাপ অবস্থা ছিল মনের। কারণ ছেলেরও করোনা তখন। সেই সময় থেকেই ইচ্ছে ছিল যদি আবার নতুন করে জীবন ফিরে পান তাহলে জন্মদিনটা একটু অন্যভাবে পালন করবেন। শান্তনুর জন্মদিন। নতুন করে জীবন ফিরে পাওয়া। জন্মদিনে শহরের এক বেসরকারি হাসপাতালে বিশেষ অনুমতি নিয়ে কোভিড ওয়ার্ডেই কেক কাটলেন।