শরীরে রামধনুর অহংকার, আঘাত তো আসবেই

aryama das |

Jun 03, 2021 | 2:46 PM

মে মাসের শেষ রবিবার ৩০ মে শহরে প্রথমবারের জন্য বেসরকারি উদ্যোগে করোনার টিকাকরণ করানো হল ওঁদের। টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল এবং প্রান্তকথার যৌথ উদ্যোগে অফবিট সিসিইউ টিকাকরণ করাল ৫০ জন রূপান্তরকামীকে। আন্তর্জাতিক ভাবে ‘এলজিবিটি প্রাইড মান্থ’কে মাথায় রেখেই এই উদযাপনের ভাবনা। প্রান্তকথার প্রয়াসে কোভিড টিকাকরণের এই উদ্যোগ ভরসার বাতাবরণ তৈরি করছে ওঁদের মধ্যে। তৃতীয় লিঙ্গের […]

Follow Us

মে মাসের শেষ রবিবার ৩০ মে শহরে প্রথমবারের জন্য বেসরকারি উদ্যোগে করোনার টিকাকরণ করানো হল ওঁদের। টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল এবং প্রান্তকথার যৌথ উদ্যোগে অফবিট সিসিইউ টিকাকরণ করাল ৫০ জন রূপান্তরকামীকে। আন্তর্জাতিক ভাবে ‘এলজিবিটি প্রাইড মান্থ’কে মাথায় রেখেই এই উদযাপনের ভাবনা। প্রান্তকথার প্রয়াসে কোভিড টিকাকরণের এই উদ্যোগ ভরসার বাতাবরণ তৈরি করছে ওঁদের মধ্যে। তৃতীয় লিঙ্গের সংখ্যালঘু ২৫০০ মানুষকে টিকাকরণের আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রান্তকথা। ৩০ মে সকাল ১১ টা থেকে রূপান্তরকামীদের নিঃশুল্ক টিকাকরণ হল। জুন মাসে রোদ-বৃষ্টি আর রামধনুকের ফাঁকে গাভীর মত ভেসে বেড়ায় মেঘ। তৃতীয় লিঙ্গের মানুষদেরও মনে মেঘ, চোখে বৃষ্টি। বর্ণালীর সাতটা রঙের গৌরব শরীরে বয়ে বেড়াতে গেলে আঘাত যে আসেই। দিন বদলের আশায় ওঁরা তাই চেয়ে আছেন সেই বৃষ্টিশেষের রামধনুর দিকেই।

মে মাসের শেষ রবিবার ৩০ মে শহরে প্রথমবারের জন্য বেসরকারি উদ্যোগে করোনার টিকাকরণ করানো হল ওঁদের। টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল এবং প্রান্তকথার যৌথ উদ্যোগে অফবিট সিসিইউ টিকাকরণ করাল ৫০ জন রূপান্তরকামীকে। আন্তর্জাতিক ভাবে ‘এলজিবিটি প্রাইড মান্থ’কে মাথায় রেখেই এই উদযাপনের ভাবনা। প্রান্তকথার প্রয়াসে কোভিড টিকাকরণের এই উদ্যোগ ভরসার বাতাবরণ তৈরি করছে ওঁদের মধ্যে। তৃতীয় লিঙ্গের সংখ্যালঘু ২৫০০ মানুষকে টিকাকরণের আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রান্তকথা। ৩০ মে সকাল ১১ টা থেকে রূপান্তরকামীদের নিঃশুল্ক টিকাকরণ হল। জুন মাসে রোদ-বৃষ্টি আর রামধনুকের ফাঁকে গাভীর মত ভেসে বেড়ায় মেঘ। তৃতীয় লিঙ্গের মানুষদেরও মনে মেঘ, চোখে বৃষ্টি। বর্ণালীর সাতটা রঙের গৌরব শরীরে বয়ে বেড়াতে গেলে আঘাত যে আসেই। দিন বদলের আশায় ওঁরা তাই চেয়ে আছেন সেই বৃষ্টিশেষের রামধনুর দিকেই।

Next Video