Urmston Laptop Scam News: ল্যাপটপ হয়ে গেল বিস্কুট
ছিল রুমাল হল বেড়াল- লিখেছিলেন সুকুমার রায়। সুকুমারের ঢং এই বলতে হয় - আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা। ল্যাপটপ হয়ে গেল বিস্কুট। উর্মস্টনের অ্যাডাম ইয়ার্সলি অ্যামাজনে অর্ডার দেন এইচপির ল্যাপটপ। অথচ অর্ডার যখন এল তিনি পার্সেল খুলে অবাক।
ছিল রুমাল হল বেড়াল- লিখেছিলেন সুকুমার রায়। সুকুমারের ঢং এই বলতে হয় – আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা। ল্যাপটপ হয়ে গেল বিস্কুট। চেয়ে ছিলেন ল্যাপটপ আর তার বদলে পেলেন বিস্কুট। কী ভাবছেন মশকরা করছি। একদমই মশকরা নয়। এক্কেবারে নিখাদ সত্যি ঘটনা। এমনটা ঘটেছে ব্রিটেনের ম্যাঞ্চেস্টারে। উর্মস্টনের অ্যাডাম ইয়ার্সলি অ্যামাজনে অর্ডার দেন এইচপির ল্যাপটপ। এইচপি প্রোবুকের দাম গুনেছেন ৫০০ পাউন্ড। অথচ অর্ডার যখন এল তিনি পার্সেল খুলে অবাক। দেখলেন উইটাবিক্সের কয়েক প্যাক বিস্কুট। ৪০ বছরের অ্যাডাম তাঁর ক্ষোভ উতরে দেন টুইটারে। টুইটের উত্তরে ক্ষমা চেয়ে নেয় অ্যামাজন। পুরো টাকা ফেরত পান অ্যাডাম। ভারতীয় মুদ্রাতে ওই ল্যাপটপের দাম ৫৩ হাজার টাকারও বেশি।