Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Burdwan News: সভাধিপতির চেয়ার না মিউজিক্যাল চেয়ার?

Paschim Burdwan News: সভাধিপতির চেয়ার না মিউজিক্যাল চেয়ার?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 16, 2023 | 10:30 PM

৬ বছরের ব্যবধানে দ্বিতীয় বারের জন্য পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি পদে প্রত্যাবর্তন হলো বিশ্বনাথ বাউরির। বুধবার শপথ গ্রহণের পরে বিদায়ী সভাধিপতি স্ত্রী সুভদ্রা বাউরির হাত থেকে আগামী ৫ বছরের জন্য জেলা পরিষদের ব্যাটন তুলে নিলেন বিশ্বনাথ বাউরি

প্রথমে স্বামী, তারপর স্ত্রীর ফের স্বামী। পরপর তিনটে টার্ম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পদ যেন বাস্তবেই পারিবারিক ‘মিউজিক্যাল চেয়ার’। ২০১৭ সালের জুন থেকে ২০২৩ এর আগষ্ট মাস। এই ৬ বছরের ব্যবধানে দ্বিতীয় বারের জন্য পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি পদে প্রত্যাবর্তন হলো বিশ্বনাথ বাউরির। বুধবার শপথ গ্রহণের পরে বিদায়ী সভাধিপতি স্ত্রী সুভদ্রা বাউরির হাত থেকে আগামী ৫ বছরের জন্য জেলা পরিষদের ব্যাটন তুলে নিলেন বিশ্বনাথ বাউরি। তার সঙ্গে এদিন সহকারী বা সহসভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিষ্ণুদেও নুনিয়া। এদিন আসানসোল আদালত সংলগ্ন জেলা পরিষদ ভবন প্রাঙ্গনে নবনির্বাচিত জেলা পরিষদের ১৮ সদস্যর শপথ গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদের উপস্থিতিতে বিশ্বনাথ বাউরি, বিষ্ণুদেও নুনিয়া, মহম্মদ আরমান সহ ১৭ সদস্যকে শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল। জেলা পরিষদ জয়ী প্রার্থী কালোবরণ মণ্ডল এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে গরহাজির ছিলেন। কেন এই গরহাজিরা তা অবশ্য শাসক দলের তরফে জানা যায়নি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যরা। এছাড়াও ছিলেন জেলা পরিষদের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত রাজ শুক্লা, ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্তী। দায়িত্ব নিয়ে নতুন জেলার সভাধিপতি ও সহসভাধিপতি বলেন, দল যে কাজ দিলো, তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো। ব্লকের মানুষেরা যাতে সরকারি পরিষেবা ঠিক মতো পান তা দেখবো। সভাধিপতি বলেন, কি ভাবে জেলা পরিষদের আয় বাড়ানো যায়, তা দেখা হবে। তারজন্য জেলা পরিষদের যেসব অব্যবহৃত সম্পত্তি রয়েছে, তা ব্যবহার করা যায় কি না, তা আলোচনা করা হবে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন, জেলা পরিষদের নতুন বোর্ড স্বচ্ছ প্রশাসন উপহার দেবে। সবাইকে সঙ্গে নিয়ে গোটা এলাকায় উন্নয়নের কাজ করা হবে। আগামী দুদিনের মধ্যেই কর্মাধ্যক্ষদের বেছে নেওয়া হবে। আগামী সপ্তাহে তারা প্রথম বৈঠক করবেন। প্রসঙ্গতঃ, পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর থেকেই কে হবেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি তা নিয়ে জল্পনা বেশ কয়েকদিন ধরে চলছিল। বেশ কয়েকজন এই দুই পদের দৌড়ে ছিলেন। শেষ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পদে কাজ করার অভিজ্ঞতা কিছুটা হলেও আছে, এমন ভেবে বিশ্বনাথ বাউরিকে করার সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, তার সহকারী পদে দায়িত্ব দেওয়া হয় বিষ্ণুদেও নুনিয়াকে।
প্রসঙ্গতঃ, পশ্চিম বর্ধমান জেলার প্রথম জেলা পরিষদ গঠিত হয়েছিল ২০১৭ সালে। সেই বছরের ১৯ জুন থেকে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পরিষদের প্রথম সভাধিপতির দায়িত্বে ছিলেন বিশ্বনাথ বাউরি। জেলা গঠনের পরে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পদটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ছিল। তাতে বসেন রানিগঞ্জের বিশ্বনাথ বাবু। এর পরে, ২০১৮ সালে এই পদটি তফসিলি জাতি মহিলার জন্য সংরক্ষিত ছিল। তখন এই পদে বসেন বিশ্বনাথ বাউরির স্ত্রী সুভদ্রা বাউরি। বিশ্বনাথ বাউরিকে গত পাঁচ বছর তার সহযোগিতার জন্য মেন্টর পদে রাখা হয়েছিল। কিন্তু এবার এই পদটি অসংরক্ষিত ছিল। কিন্তু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে শাসক দলের জেলা নেতৃত্ব আবার বিশ্বনাথের হাতে লাগাম তুলে দিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য, এবারে ১৮ আসন সব গুলোই শাসক দলের দখলে গেছে।