Sombrero Galaxy: সূর্যকে গিলে খাবে এই ব্ল্যাক হোল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 21, 2023 | 5:17 PM

নাসার হাবল স্পেস টেলিস্কোপ ও স্পিটজার স্পেস টেলিস্কোপ তাক লাগানো ছবি তুলে চমকে দিচ্ছে বিশ্ব বাসীদের। এবার ওই স্পেস টেলিস্কোপ তুলে আনল এক ছায়াপথের ছবি। ভারগো ক্লাস্টারের দক্ষিণে ২৮ মিলিয়ন আলোকবর্ষ দূরে এই ছায়াপথ।

নাসার হাবল স্পেস টেলিস্কোপ ও স্পিটজার স্পেস টেলিস্কোপ তাক লাগানো ছবি তুলে চমকে দিচ্ছে বিশ্ব বাসীদের। এবার ওই স্পেস টেলিস্কোপ তুলে আনল এক ছায়াপথের ছবি। ভারগো ক্লাস্টারের দক্ষিণে ২৮ মিলিয়ন আলোকবর্ষ দূরে এই ছায়াপথ। সোমব্রেরো গ্যালাক্সির এই ছায়াপথ। ছায়াপথের ব্যাস ৫০,০০০ আলোকবর্ষ। আমাদের সৌরজগতের ছায়াপথের তুলনায় দ্বিগুণ এই ছায়াপথ।

 

এই ছায়াপথের মধ্যে সূর্যের থেকে এক বিলিয়ন গুণ বড় একটি কৃষ্ণগহ্বর আছে। এই ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যেতে পারে সূর্য। সোমব্রেরো গ্যালাক্সির প্রান্তগুলি লাল রঙের। আর ওই ছায়াপথের কেন্দ্র সাদা। তাকে ঘিরে আছে হলুদ ও সবুজ রঙের বলয়। এর সঙ্গে মিশে গেছে উজ্জ্বল সায়ান ও নীল রঙ। হাবল টেলিস্কোপের তোলা এই ছবিতে নক্ষত্র ও গ্রহদের বিন্দুর মতো দেখাচ্ছে। দূরের গ্যালাক্সির এই ছায়াপথের মোহময় দৃশ্য নাড়িয়ে দিয়েছে।