World’s 8th Continent: অষ্টম মহাদেশে কী আছে?

World’s 8th Continent: অষ্টম মহাদেশে কী আছে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 21, 2023 | 4:45 PM

বিশ্বের অষ্টম মহাদেশের খোঁজ পাওয়া গেল। এই মহাদেশের নাম জিল্যান্ডিয়া। ১৮.৯ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তার এই মহাদেশের। এই মহাদেশের ৯৪% ই সমুদ্রের তলায়। বাকি ৬% নিউজিল্যান্ডের চারপাশের দ্বীপ। বিজ্ঞানীরা ২০১৭ এ এই মহাদেশ আবিষ্কার করেন। ৩৭৫ বছর ধরে অনুসন্ধান চলছিল এই মহাদেশের জন্য।

বিশ্বের অষ্টম মহাদেশের খোঁজ পাওয়া গেল। এই মহাদেশের নাম জিল্যান্ডিয়া। ১৮.৯ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তার এই মহাদেশের। এই মহাদেশের ৯৪% ই সমুদ্রের তলায়। বাকি ৬% নিউজিল্যান্ডের চারপাশের দ্বীপ। বিজ্ঞানীরা ২০১৭ এ এই মহাদেশ আবিষ্কার করেন। ৩৭৫ বছর ধরে অনুসন্ধান চলছিল এই মহাদেশের জন্য। ভূ বিজ্ঞানীদের অনুমান এই মহাদেশে থাকতে পারে বিপুল পরিমাণে জীবাশ্ম জ্বালানি। জিল্যান্ডিয়ার একটি মানচিত্র প্রকাশ করেছেন ভূবিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। ভূবিজ্ঞানীদের একাংশের মত অতীতে এই মহাদেশ গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল। ১৩ কোটি বছর আগে মেরুপ্রদেশ আন্টার্কটিকার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জিয়াল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিজ্ঞানীরা হিসাব কষে বলছেন প্রায় ১০৫ মিলিয়ন বছর আগে জিএল এন্ড সরে আসে গন্ডোয়ানাল্যান্ড থেকে। সেই সময়েই সমুদ্রের অতলে ডুবে যেতে থাকে এই জিয়াল্যান্ড মহাদেশ।