Bishnupur: রক্তের আকাল টেরাকোটার দেশে!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 19, 2023 | 2:26 PM

একে একটানা দাবদাহ, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক ব্যস্ততা। আর এই দুয়ের জেরে কার্যত রক্তশূন্য অবস্থা বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের। পরিস্থিতি এমন যে প্রয়োজনীয় রক্তের গ্রুপেরই রক্তদাতা না নিয়ে গেলে মিলছে না প্রয়োজনীয় রক্ত। এই অবস্থায় চূড়ান্ত নাকাল হচ্ছেন সাধারণ রোগী ও রোগীর আত্মীয়রা।

একে একটানা দাবদাহ, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক ব্যস্ততা। আর এই দুয়ের জেরে কার্যত রক্তশূন্য অবস্থা বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের। পরিস্থিতি এমন যে প্রয়োজনীয় রক্তের গ্রুপেরই রক্তদাতা না নিয়ে গেলে মিলছে না প্রয়োজনীয় রক্ত। এই অবস্থায় চূড়ান্ত নাকাল হচ্ছেন সাধারণ রোগী ও রোগীর আত্মীয়রা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে সম্পর্কে কোনো দিশা দেখাতে পারছেন না ব্লাড ব্যাঙ্কের আধিকারিকরা।বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের উপর শুধু বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালই নয়, নির্ভরশীল সোনামুখী, পাত্রসায়ের, জয়পুর, কোতুলপুর, ইন্দাস এলাকায় থাকা বিভিন্ন ব্লক স্তরের হাসপাতাল। বিষ্ণুপুর মহকুমা এলাকার একাধিক নার্সিংহোমগুলিও ওই ব্লাড ব্যাঙ্কের উপর নির্ভরশীল। এছাড়াও বিষ্ণুপুর মহকুমা এলাকার বিভিন্ন গ্রাম গঞ্জে বসবাসকারী থ্যালাসেমিয়া রোগীরা রক্তের ব্যাপারে নির্ভরশীল এই ব্লাড ব্যাঙ্কের উপর। সবমিলিয়ে এই ব্লাড ব্যাঙ্কের দৈনিক গড় রক্তের চাহিদা ৩০ ইউনিট। কিন্তু বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কে আজ মজুত রয়েছে মাত্র সাত ইউনিট রক্ত। অধিকাংশ গ্রুপের রক্তের ভাঁড়ার শূন্য। ফলে প্রতিদিন রক্তের রিকিউজিশান নিয়ে ব্লাড ব্যাঙ্কে রোগী ও রোগীর আত্মীয়রা হাজির হলেই ব্লাড ব্যাঙ্কের তরফে বলা হচ্ছে প্রয়োজনীয় রক্তের গ্রুপের ডোনার নিয়ে আসতে। এর ফলে এক ইউনিট রক্ত জোগাড় করতে রীতিমত ঘাম ছুটছে দূর দূরান্ত থেকে আসা রোগী ও রোগীর আত্মীয়দের। সময়মতো রক্তের জোগান দিতে না পারায় বহু রোগীর অস্ত্রোপচার পিছিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। ব্লাড ব্যাঙ্কের দাবী একটানা প্রবল গরমে এমনিতেই রক্তদান শিবির কম হয়েছে। তার উপর গত দেড় মাস ধরে পঞ্চায়েত নির্বাচন পর্ব চলায় শিবিরের সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে। সেই কারণেই এই পরিস্থিতি তৈরী হয়েছে।