Bonny Sengupta Trolled: ‘গাড়ি বিক্রির টাকায়…’, ট্রোল্ড হলেন বনি
মালদ্বীপ থেকে তোলা এক পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই পলকে সকলের নজর কাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। হলেন চরম ট্রোল্ড। বিতর্ক যেন পিছুতেই ছাড়ছে না। নেটিজ়েনদের প্রশ্ন, 'তবে কি গাড়ি বিক্রি করেই টাকা বেড়ে গেল?'
সুখবর দিলেন দেব
একের পর এক ছবির কাজ শেষ করছেন অভিনেতা তথা সাংসদ দেব। এবার শেষ হল ‘বাঘাযতীন’ ছবির কাজ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই খবর। সঙ্গে জানালেন, এই চরিত্রে অভিনয় করতে পেরে তিনি ধন্য—এই চরিত্র সারা জীবন তাঁর কেরিয়ারে হাইলাইট হয়েই থেকে যাবে।
বিস্ফোরক স্বস্তিকা
সদ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করার কথা সামনে এনেছেন অভিনেতা অনুপম খের। শেয়ার করেছেন লুকও। এবার সেই প্রসঙ্গেই নাম না করেই তোপ দাগলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। লিখলেন, ‘রবীন্দ্রনাথের চরিত্রে কেউ অভিনয় করতে পারবেন না, ওঁকে একা ছেড়ে দিন…।’
ট্রোল্ড বনি
মালদ্বীপ থেকে তোলা এক পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই পলকে সকলের নজর কাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। হলেন চরম ট্রোল্ড। বিতর্ক যেন পিছুতেই ছাড়ছে না। নেটিজ়েনদের প্রশ্ন, ‘তবে কি গাড়ি বিক্রি করেই টাকা বেড়ে গেল?’
সৌমিত্রর অবাক কাণ্ড
ছানি অপারেশন করিয়েছেন গায়ক সৌমিত্র রায়। অপারেশন থিয়েটার থেকেই শেয়ার করলেন ছবি। তবে অসুস্থ অবস্থায় শুয়ে নয়, বরং গানে-গানে মনোরঞ্জন করলেন ডাক্তারদের। সেই ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘আমিই পারি, সত্যি’।
বেনারসিতে নবনীতা
জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী নবনীতা দাস। বেনারসি পরে নজর কাড়লেন নেটপাড়ার। তাঁর এই লুক দেখামাত্রই ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে নানা প্রশ্নের মাঝে যে কমেন্টগুলি সর্বাধিক নজর কাড়ল, তা হল জিতু কামালের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার অনুরোধ।
আমিষ ছাড়েন অক্ষয়
OMG ২ ছবির টিজার মুক্তি পেল আজ। সেখানেই মহাদেবের ভূমিকায় ধরা দিলেন অক্ষয় কুমার। ছবির প্রথম পর্বে শ্রীকৃষ্ণ রূপে ধরা দিয়েছিলেন তিনি। অক্ষয় কুমার জানান, তাঁর মা কৃষ্ণভক্ত। তাই OMG ছবি করার সময় মায়ের অনুরোধে ছেড়েছিলেন আমিষ। তখন থেকেই আক্কির ডায়েটে কেবলই নিরামিষ পদ।
রেগে গেলেন সারা?
পাপারাৎজিদের খুব পছন্দের চরিত্র সারা আলি খান। তাঁকে প্রকাশ্যে দেখামাত্রই ফ্রেমবন্দি করেন তাঁরা। এবারও তার ব্যতিক্রম হল না। তবে পাপারাৎজিদের আচরণ দেখে এবার রীতিমত ধমক দিলেন সারা। প্রকাশ্যেই বললেন, “দয়া করে আস্তে কথা বলুন।” এই ভিডিয়োই এখন নেটদুনিয়ায় হাতে-হাতে ভাইরাল।
‘জওয়ান’ দেখবেন না রাখি
‘জওয়ান’ ছবি দেখবেন না রাখি সাওয়ান্ত। পাপারাৎজিদের সাফ জানিয়ে দিলেন, শাহরুখ খানের মতো হ্যান্ডসম অভিনেতাকে তিনি ন্যাড়া অবস্থায় দেখতে নারাজ। তাই ‘জওয়ান’ থেকে মুখ ফেরালেন বলিউডের ড্রামা কুইন।
নার্গিসের শর্ত
বলিউডে সেভাবে ছবির প্রস্তাব পাননি অভিনেত্রী নার্গিস ফাকরি। তাই নিজেকে এবার তৈরি করছেন ওটিটির জন্য। ইতিমধ্যে ওটিটিতে ডেবিউ করেও ফেলেছেন তিনি। তবে ভবিষ্যতে কাজের জন্য দিয়েছেন এক শর্ত, চরিত্রে স্বার্থে সমকামী হতে রাজি আছেন, তবে নগ্ন হতে পারবেন না।