Panchayat Election 2023: পুলিশের সামনেই পেট্রোল পাম্পে জয়ের বোম

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 11, 2023 | 7:07 PM

Bombing: বোম ফাটাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা, গোটা পেট্রোল পাম্পটি কার্যত তাদের দখলে চলে গিয়েছে সবুজ আবিরে ঢাকা পড়েছে পেট্রোল পাম্পের পুরো এলাকা। পেট্রোল পাম্পের ম্যানেজার থেকে কর্মী সকলেই জানেন এর পরিণাম কী হতে পারে।

আমরা সবাই জানি পেট্রোল পাম্প মানেই সেখানে সামান্যতম আগুনের ফুলকি ও বিপদজনক যে কারণে মোবাইল ব্যবহার করা ধূমপান করা বা যেকোনো সামান্যতম দাহ্য পদার্থ রাখাই আইনত নিষিদ্ধ। সেখানেই জয়ের আনন্দে একটার পর একটা বোমা ফাটানো হচ্ছে। বোম ফাটাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা, গোটা পেট্রোল পাম্পটি কার্যত তাদের দখলে চলে গিয়েছে সবুজ আবিরে ঢাকা পড়েছে পেট্রোল পাম্পের পুরো এলাকা। পেট্রোল পাম্পের ম্যানেজার থেকে কর্মী সকলেই জানেন এর পরিণাম কী হতে পারে। তার ওপর এখানে নাকি ১৪৪ ধারা জারি রয়েছে। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও পেট্রোল পাম্পের ম্যানেজার যে চিন্তিত এবং আশঙ্কিত সে কথা গোপন রইল না তিনি পরিষ্কার বললেন পুলিশকে বলেও কোনও লাভ হয়নি।