FIFA World Cup 2022: রাশিয়া বিশ্বকাপের পর ক্লাব বদলেছেন যে ব্রাজিলীয়রা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 18, 2022 | 8:48 PM

২০২০ সালেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে এসেছেন গ্যাব্রিয়েল জেসুস। মাত্র ২১ বছর বয়সেই জার্সি গায়ে চাপিয়েছিলেন। তখন তিনি খেলতেন ম্যাঞ্চেস্টার সিটিতে।

২০১৮ বিশ্বকাপের পর ক্লাব বদলেছেন অনেক ব্রাজিলীয় তারকা। ২০২২ সালে কাতারেও বিশ্বকাপ খেলবেন তাঁদের অনেকেই। তখন যে ক্লাবে তাঁরা খেলতেন এখন সেই ক্লাব ছেড়েছেন তাঁরা। থিয়াগো সিলভা ব্রাজিলের অধিনায়ক এবং ডিফেন্সের অন্যতম স্তম্ভ। সিলভা রাশিয়া বিশ্বকাপের সময়
খেলতেন প্যারিস সাঁ জাঁতে। এখন তিনি চেলসিতে। ২০২০ সালেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে এসেছেন গ্যাব্রিয়েল জেসুস। মাত্র ২১ বছর বয়সেই
জার্সি গায়ে চাপিয়েছিলেন। তখন তিনি খেলতেন ম্যাঞ্চেস্টার সিটিতে। এখন তিনি খেলেন আর্সেনালে। অ্যান্টনি ২০১৮ বিশ্বকাপের সময় খেলতেন সাও পাওলোতে। ২০২০ সালে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। এখন তিনি রয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে।