FIFA World Cup 2022: বিশ্বকাপ মানেই অঘটন, কাতারে চমক দিতে পারে ছোট দলগুলি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 18, 2022 | 8:30 PM

কাতার বিশ্বকাপেও রয়েছে এমন কিছু দেশ, যারা অঘটন ঘটাতে তৈরি।

ফুটবল বিশ্বকাপ মানেই অঘটনের মঞ্চ। এমন কোনও বিশ্বকাপ নেই, যেখানে ফুটবল বিশ্ব অঘটনের সাক্ষী থাকেনি। ‘৯০-এ অভিষেক হওয়া ক্যামেরুন হেলায় হারিয়ে ছিল মারাদানোর আর্জেন্টিনাকে। ১৯৯৪-এ চমক দেখিয়েছিল রাশিয়া-বুলগেরিয়ার মত দেশ। ১৯৫৪ সালের ফাইনালে পিছিয়ে থেকে ফেরেঙ্ক পুসকাসের হাঙ্গেরিকে হারিয়ে দিয়েছিল দক্ষিণ জার্মানি।

আবার ১৯৮২ সালে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ জার্মানি হারিয়ে স্তম্ভিত করে দেয় আলজেরিয়া। এছাড়া উত্তর কোরিয়ার কাছে ইতালির হার, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল সেনেগাল। এমন বহু অঘটনের ঘটনা জড়িয়ে ফুটবল বিশ্বকাপের সঙ্গে। কাতার বিশ্বকাপেও রয়েছে এমন কিছু দেশ, যারা অঘটন ঘটাতে তৈরি।

Published on: Nov 18, 2022 08:27 PM